পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গত বুধবার দিবাগত রাতে জেলার দীঘা-নন্দকুমার ১১৬ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাঁথির রঘুরামপুরে অটোচালক শেখ জাহাঙ্গীর আলি (৩২)। বাকী চার আত্মীয় পরিজন কাঁথির চালতি গ্রামের শেখ মতি (৪৬), তার মেয়ে মুনমুন খাতুন (১৯), ফাসানা বিবি (২৯) ও হুমেরা বিবি (৩৫)। বুধবার পাঁচ জনের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার গভীর রাতে দিল্লি থেকে ট্রেনে করে একদল যাত্রী তমলুক রেল স্টেশনে নামেন। তাদের জন্য কাঁথির চালতি এলাকার একটি অটো আগে থেকেই স্টেশনে অপেক্ষা করছিল। যাত্রীরা নেমে ওই অটোতে চেপে কাঁথির চালতি এলাকায় ফিরছিল। ভোরের দিকে অটোটি যখন মারিশদা থানার ইরিঞ্চি ব্রিজের কাছে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোটি উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখে ধাক্কা খায়। এসময় যাত্রীরা দুমড়ে-মুচড়ে যাওয়া অটোর ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে মারিশদা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ক্ষতিগ্রস্ত অটো উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে অটোর ভেতর থাকা যাত্রীদের উদ্ধার করা হয়।

সূত্র জানিয়েছে, এই ঘটনায় ঘটনাস্থলেই অটোর চালকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে গুরুতর জখম অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মারিশদা থানা সূত্রে জানা গেছে, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দিল্লিতে কর্মসূত্রে থাকত শেখ মতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা। বাড়ি ফেরার জন্য দিল্লি থেকে রওনা দেয় তারা। এদিকে কাঁথি থেকে অটো ভাড়া করে হুমেরা বিবিসহ পরিবারের দু’জন সদস্য এদের আনতে তমলুকে রওনা দেয়। সেখান থেকে অটো করে ৮ জন কাঁথি উদ্দেশ্য রওনা দেন। রাত ২ নাগাদ দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে হেঁড়িয়া ইরিঞ্চি ব্রিজের কাছে একটি পণ্য বোঝাই লরি অটো পেছনে ধাক্কা মারে। অটো দুমড়ে-মুচড়ে যায়। অটোচালকসহ মোট নয়জনকে উদ্ধার করে হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। দুর্ঘটনা পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন র জন য

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ