ক্রিজে তখন বিভ্রান্ত্র ব্যাটার তাওহীদ হৃদয়। ব্যাট চালাতে পারছেন না, আবার আউটও হচ্ছেন না! তাঁর ব্যাটিং দেখে উইকেটের পেছনে থাকা মোহাম্মদ হারিসের টিপ্পনি– ‘মারতে পারছে না... ক্লান্ত হয়ে গেছে...’।

স্টাম্পের নিচের মাইক্রোফোনে পাকিস্তান উইকেট কিপারের এ কথা স্পষ্ট শোনা যায় ব্রডকাস্টে। সেই ওভারেই খুশদিলের বলে হৃদয় এলবিডব্লিউ। দল যেখানে ২০২ রানের লক্ষ্যে নেমেছে, সেখানে হৃদয়ের ৭৭.

২৭ স্ট্রাইক রেটের ব্যাটিং আশির দশকের ওয়ানডে ব্যাটিংয়ের কথা মনে করিয়ে দিয়েছিল।

লাহোরের এ মাঠেই পিএসএলের ফাইনালে দুইশর বেশি রান তাড়া করে চ্যাম্পিয়ন হয়েছে কালান্দার্স। বুধবার পাকিস্তান দলও শুরুতে ধাক্কা খেয়ে বাংলাদেশের বিপক্ষে ২০১ রান তুলেছে, সেখানে বাংলাদেশ কিনা ১৬৪ রানে অলআউট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তাঁর কাছে পাকিস্তান সাংবাদিকরা জানতে চান বাংলাদেশের এই দলের কি দুইশ রান করার সামর্থ্য আছে?

উত্তরে মুশতাক, ‘অবশ্যই আছে। কৌশলগতভাবে আমরা এখানে কিছুটা পিছিয়ে ছিলাম। এর মানে এই নয় যে আমাদের ব্যাটারদের সামর্থ্য নেই ২০০ রান করার।’

অধিনায়ক লিটন দাসও ম্যাচ শেষে একই ধরনের প্রশ্নের মুখে পড়েছিলেন। তিনিও উত্তর দিয়েছেন একই সুরে। ‘আমি নিশ্চিত এই মাঠে ২০০ রান তাড়া করা সম্ভব। মাঠটা খুবই গতিময়, উইকেটও ব্যাটিংয়ের জন্য ভালো। তবে এদিন আমরা ভালো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে পারিনি। তবে আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। এখনও দুটি ম্যাচ বাকি আছে।’ সিরিজ বাঁচাতে আজ দ্বিতীয় টি২০ ম্যাচে নামছেন তারা।

তবে গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ জিততে হলে যে দুইশ রান মাথায় রাখতে হয়, তা সদ্য সমাপ্ত পিএসএলেই প্রমাণ হয়ে গেছে। পাকিস্তানের এই টি২০ ফ্রাঞ্চাইজি লিগে ছয় ম্যাচে দুইশর বেশি রান হয়েছে। তাই এখানে এসে তাওহীদ হৃদয়ের ব্যাটিং স্টাইল চলে না। পাওয়ার প্লের ৪.৩ ওভারে চার নম্বরে নামেন তিনি। বিদায় নেন ১২.৪ ওভারে খুশদিলের বলে । ইনিংসের গুরুত্বপূর্ণ এ সময়ের মধ্যে ২২ বল খেলে রান করেছেন মাত্র ১৭! তাতে ছিল একটি বাউন্ডারি। তাঁর মতো লিটনও শুরুটা দেখেশুনে এগোচ্ছিলেন। একসময় ১১ রান ছিল তাঁর ১২ বলে, আট ওভার থেকেই মারতে শুরু করেন তিনি।

সাদাব খানের বলে তিন-তিনটি ছক্কা হাঁকান। ৩০ বলে ১৬০ স্ট্রাইক রেটে ৪৮ রানে শেষ হয় তাঁর ইনিংস। হাফসেঞ্চুরির জন্য দুটো সিঙ্গেল নেওয়ার চেষ্টা তিনি করেননি। জাকের আলী ১৮০ স্ট্রাইক রেটে ২০ বলে ৩৬ রান করেন। বাকিরা কেউই দুইশ রান তাড়া করার গতিতে ছিলেন না। ‘আপনি যখন দুইশ রান তাড়া করছেন, তখন চাইবেন না যাতে ওভারপ্রতি আস্কিং রেট ১৩ রানের বেশি হয়ে যায়। লিটন যখন শুরু করে মনে হয়েছে আমাদের পক্ষে ছিল। তবে ১৩-১৪ রান রেট অনেক বেশি। কোচ হিসেবে আমাদের তাদের সঙ্গে কথা বলতে হবে যেন ব্যাটিংয়ে ইনটেন্টটা থাকে।’

মুশতাক আহমেদ মনে করিয়ে দেন ম্যাচে দলের দুই সেরা পেসার মুস্তাফিজ ও তাসকিন ছিলেন না। তবে এটাও স্বীকার করেন ডেথ ওভারে বাংলাদেশি বোলাররা ৪৩ রান দিয়েছেন। এখানেও শোধরানোর ব্যাপার আছে তাদের।

উৎস: Samakal

কীওয়ার্ড: ট ২০ স র জ র ন কর আম দ র উইক ট

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

৩য় টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২

নারী বিশ্বকাপ: ফাইনাল

ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

টেনিস

প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

সিরি আ

হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন

এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

সম্পর্কিত নিবন্ধ