ফ্রি আর্নাল্ডকে ১৩৮ কোটিতে কিনল রিয়াল, ৬ বছরের চুক্তি
Published: 30th, May 2025 GMT
ট্রেন্ট অ্যালেক্সজান্ডার আর্নাল্ডের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে লস ব্লাঙ্কোসরা জানিয়েছে, আর্নাল্ডের সঙ্গে ৬ বছরের চুক্তি হয়েছে। ২০৩১ সালের জুন পর্যন্ত রিয়ালের জার্সিতে খেলবেন তিনি।
লিভারপুলও এক বিবৃতি দিয়ে আর্নাল্ডের রিয়ালে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ১ জুন থেকেই রিয়ালের ফুটবলার হিসেবে বিবেচিত হবেন।
আর্নাল্ডের সঙ্গে লিভারপুলের চুক্তি শেষ। ফ্রি এজেন্টে ২৬ বছর বয়সী ইংলিশম্যানকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে অল রেডসদের সঙ্গে ৩০ জুন পর্যন্ত চুক্তি ছিল তার। চুক্তি শেষের মাত্র এক মাস আগে দলে পাওয়ার জন্য লিভারপুলকে ১০ মিলিয়ন ইউরো বা প্রায় ১৩৮ কোটি টাকা দিতে হলো রিয়ালের।
ফ্রি এজেন্টের আর্নাল্ডের জন্য এতো অর্থ খরচের কারণও আছে। জুনে রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপ খেলবে। পুরো মৌসুমে ডিফেন্ডার সংকটে ভোগা লস ব্লাঙ্কোসরা একই সংকট নিয়ে ক্লাব বিশ্বকাপে যেতে চায় না। যে কারণে ফ্লোরেন্তিনো পেরেজের বোর্ড ক্ষতিপূরণ দেওয়া নিয়ে পিছপা হয়নি।
আর্নাল্ড লিভারপুলের একাডেমি ফুটবলার। একাডেমি ও মূল দল মিলিয়ে প্রায় লিভারপুলের সঙ্গে ১৮ বছর সম্পর্ক তার। আর্নাল্ড ওই সম্পর্ক ছিন্ন করে রিয়ালে যোগ দিয়েছেন। লিভারপুলের হয়ে তিনি দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এছাড়া একটি ক্লাব বিশ্বকাপ, ইউরোপিয়ান কাপ, সুপার কাপ ও দুটি লিগ কাপ জিতেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল আর ন ল ড র
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫