যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্রসহ ২ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৩০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খুরশীদ আনোয়ার।
এর আগে, বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি খালি ম্যাগজিন ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- আব্দুল মজিদ (৪৮) ও ইছা সর্দার (৫০)।
আরো পড়ুন:
ফেনী সীমান্ত দিয়ে আরো ১৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
অভয়নগরে ১৯ বাড়িঘরে লুটপাট-আগুন: পাঁচ দিন পর মামলা, আটক ৩
লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটির নিচে লুকানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/রিটন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে