ময়মনসিংহে বজ্রপাতে কৃষক ও শিশুর মৃত্যু
Published: 31st, May 2025 GMT
ময়মনসিংহে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই গরুসহ এক কৃষক এবং শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের লামকাইন চর ও নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে তারা মারা যান।
নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার পাগলা থানার লামকাইন গ্রামের মো. হজরত আলী কারীর ছেলে সোহাগ মিয়া এবং নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের হযরত আলীর ছেলে সাইদুল ইসলাম (১২)।
নিহত সোহাগ মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টার দিকে সোহাগ লামাকাইন এলাকার ব্রহ্মপুত্র নদের চরে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় দুই গরুরসহ সোহাগ মিয়া ঘটনাস্থলেই মারা যান।
আরো পড়ুন:
ভ্যানিটি ব্যাগে নবজাতকের মরদেহ
ঘুমন্ত সোহাগীর নিষ্প্রাণ দেহ মিলল বড়াল নদের পাড়ে
সোহাগ মিয়ার চাচাতো ভাই ফেরদৌস আহমেদ মাষ্টার বলেন, “সোহাগ বজ্রপাতে মারা গেছেন।”
অপরদিকে নিহত সাইদুল ইসলামের পরিবার জানান, পরিবারের সঙ্গে গাজীপুরের মাওনা বসবাস করতেন সাইদুল। মাওনার একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল সে। পরীক্ষা শেষ হওয়ায় গত সপ্তাহে বাবা হজম আলীর সঙ্গে বাড়ি কামালপুরে যায় সে।
আজ শনিবার দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল সাইদুল। বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরিবারের লোকজন তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ওসি মোহা.
ঢাকা/মিলন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল র পর ব র
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।