ভিকি কৌশলকে এবার দেখা যাবে চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও প্রযোজক গুরু দত্তর ভূমিকায়। তাঁর জীবন অবলম্বনে তৈরি এই বায়োপিক প্রযোজনা করছে মুম্বাইভিত্তিক সংস্থা আলট্রামিডিয়া। সংস্থার পরিচালক রজত আগরওয়াল জানিয়েছেন, গুরু দত্তর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই ছবির পরিকল্পনা করা হয়েছে।
গুরু দত্তর চরিত্রে অভিনয়ের জন্য প্রথম থেকেই ভিকি কৌশলকে বেছে নিয়েছিল প্রযোজনা সংস্থা। এর আগে ‘সরদার উধম’ ও ‘শ্যাম বাহাদুর’-এর মতো জীবনীভিত্তিক ছবিতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন ভিকি। গুরু দত্তর বায়োপিক পরিচালনার জন্য ইতিমধ্যেই দুই বলিউড পরিচালককে বিবেচনা করা হচ্ছে।
এ বছর কান চলচ্চিত্র উৎসবে গুরু দত্তর ক্ল্যাসিক চলচ্চিত্র ‘পিয়াসা’, ‘কাগজ কে ফুল’ ও ‘চৌধভিন কা চাঁদ’–এর পুনরায় সংরক্ষিত (রেস্টোরড) সংস্করণ প্রদর্শিত হয়েছে। আগামী ৯ জুলাই গুরু দত্তর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই ছবিগুলো আবার প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেদিনই তাঁর জীবনীভিত্তিক ছবিটির আনুষ্ঠানিক ঘোষণাও হতে পারে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
আরো পড়ুন:
মানবাধিকার কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে: প্রধান উপদেষ্টা
শনিবার (১ নভেম্বর) ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো ১ নভেম্বর, ২০২৫ যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সকল সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
তিনি বলেন, “দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যেকোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ কাজ আমরা অনায়াসে করতে পারি। সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠানই নয় বরং সমাজের নানাবিধ সমস্যা দূর করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।”
প্রধান উপদেষ্টা বলেন, “দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম।”
তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় আমরা সকলে মিলে গড়ে তুলি নতুন বাংলাদেশ।”
প্রধান উপদেষ্টা ‘৫৪তম জাতীয় সমবায় দিবস, ২০২৫’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। খবর বাসসের।
ঢাকা/সাইফ