সীতাকুণ্ডে ভারী বৃষ্টিতে ডুবেছে ৭ গ্রামের ঘরবাড়ি, ফসলি জমি
Published: 1st, June 2025 GMT
ভারী বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রামের সন্দ্বীপের পাঁচটি ইউনিয়নের সাতটি গ্রাম। এসব গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমির বড় অংশই এখন পানির নিচে। ঘরে পানি ওঠায় অনেক পরিবার চুলা জ্বালাতে পারেনি।
সীতাকুণ্ড আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান প্রথম আলোকে বলেন, আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সীতাকুণ্ডে ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাধারণত ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে অতি ভারী বর্ষণ বলা হয়। আগামীকাল সোমবার পর্যন্ত এমন বৃষ্টি থাকতে পারে বলে জানান তিনি।
গত তিন দিনের প্রবল বৃষ্টিতে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের জঙ্গল ভাটিয়ারি, বারৈয়ারঢালা ইউনিয়নের লালানগর, টেরিয়াইল, সৈয়দপুর ইউনিয়নের বগাচতর, কুমিরা ইউনিয়নের আলেকদিয়া, উত্তর মছজিদ্দা ও সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা গ্রামের অনেক এলাকা তলিয়ে গেছে। এর মধ্যে বারৈয়ারঢালা, সৈয়দপুর ও মুরাদপুর ইউনিয়নের প্রায় ৫০ হেক্টর সবজিখেত পানির নিচে তলিয়ে যায়। এ ছাড়া কুমিরা ও সোনাইছড়ির যেসব এলাকায় বেড়িবাঁধ, সেখানে প্রায় ৬ হেক্টর জমিতে লবণাক্ত পানি ঢুকে পড়েছে বলে জানান কৃষি কর্মকর্তা মো.
সরেজমিনে দেখা যায়, উপজেলার কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা গ্রামের ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া এলাকায় প্রায় কোমরসমান পানি। এই এলাকায় অনন্ত শ খানেক বসতঘর ডুবে গেছে। অনেক পরিবারেই রান্না হয়নি। ডুবে যাওয়া সড়কে অনেককে জাল ফেলে মাছ ধরতেও দেখা গেছে। এই এলাকায় প্রায় ১০০টি বসতঘর বন্যার পানিতে তলিয়ে গেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভারী বর্ষণে তলিয়ে গেছে, সড়ক, বসতবাড়ি ও ফসলি জমি। উপজেলার দত্তপাড়া এলাকায় আজ দুপুরে তোলাউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫