বৃষ্টি ভোগাচ্ছে ঈদযাত্রায়, এসি বাসে ভাড়া গরম
Published: 1st, June 2025 GMT
যাত্রীর চাপ বৃদ্ধির আগেই ঈদযাত্রায় ভোগান্তি হচ্ছে টানা বৃষ্টিতে। উত্তরবঙ্গের প্রবেশ দুয়ার খ্যাত গাজীপুরের চন্দ্রায় প্রায় ছয় কিলোমিটার পথ জুড়ে যানজট হয়েছে। গাড়ির চাপ এবং বৃষ্টিতে সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন অংশে ছিল ধীরগতি। ঈদযাত্রায় বেড়েছে এসি বাসের ভাড়া। কোন কোন পরিবহনে এসি বাসের ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। সরকার সাধারণ বাসের ভাড়া নির্ধারণ করলেও, এসি বাসে তা ঠিক করেন মালিকরা।
নন-এসি বাসের ভাড়াও বাড়ানো হয়েছে কৌশলে। এসব বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকা নেওয়া হয়। কিন্তু ঈদের সময়ে শেষ গন্তব্যের সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। যেমন ঢাকা-ময়মনসিংহ রুটের সরকার নির্ধারিত ভাড়া ৩১০ টাকা হলেও, সাধারণ সময়ে ‘আলম এশিয়া’, ‘ইমাম’সহ বিভিন্ন বাসে ২০০ টাকা নেওয়া হয়। কিন্তু রোববার থেকে নেওয়া হচ্ছে ৪৫০ টাকা পর্যন্ত। যাত্রী যেখানেই নামুন, ‘ইমাম’ শেষ গন্তব্য হালুয়াটের ভাড়া নিচ্ছে।
একই চিত্র গাবতলী টার্মিনাল এলাকায়। রংপুরগামী এসি বাসের ভাড়া ছিল হাজার টাকা। ঈদে তা এক হাজার ৬০০ টাকাও নেওয়া হয়েছে। একই অবস্থা খুলনা, রাজশাহীর বাসেও। রংপুরের যাত্রী আসাদুজ্জামান মিলন সমকালকে বলেছেন, নন-এসি বাসের ভাড়া ছিল ৫০০ টাকা। কিন্তু টিকিট নেই। এসি বাসে এক হাজার ৬০০ টাকা চাইছে। এক সপ্তাহ আগেও ছিল ৮০০ টাকা। শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ বলেন, এসি বাসের ভাড়ায় সরকারকে ভ্যাট দিতে হয়। বিলাসবহুল বাস, তাই ভাড়াও বেশি। ঈদের সময়ে ফিরতি যাত্রায় বাস খালি ফেরে। তাই খরচ পোষাতে ভাড়া বৃদ্ধি করতে হয়। কিন্ত নন-এসি বাসের সবাড়া বাড়ে নি।
রোববার ঈদযাত্রার দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকেও প্রায় সব ট্রেন নির্ধারিত সময়ে যাত্রা করেছে। তিন স্তরের তল্লাশি থাকায় বিনাটিকিটে যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারছে না, ফলে ভিড় নেই। তবে প্রতি বছরই ঈদের আগে দিন কড়াকড়ি ভেঙে পড়ে। উপচেপড়া ভিড় হয় ট্রেনে।
আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ঈদের ছুটি। ঈদ হবে ৭ জুন। এ হিসেবে ঈদের আগে ছুটি মাত্র দুইদিন, ৫ জুন বৃহস্পতিবার এবং ৬ জুন শুক্রবার। ৪ জুন বুধবার শেষ কর্মদিবস। অধিকাংশ যাত্রী এই দুই দিনে যাত্রা করবেন। ঈদের আগের স্বল্প ছুটি এবং বৃষ্টির কারণে এবারের ঈদযাত্রায় ব্যাপক ভোগান্তির শঙ্কা রয়েছে। রাজধানীমুখী পশুবাহী গাড়ির ভিড়, মহাসড়কের আশেপাশের হাটও হবে ভোগান্তির কারণ।
আগামী ৪ জুন অফিস, আদালত, কলকারখানাসহ প্রায় সব প্রতিষ্ঠান একসঙ্গে ছুটি হবে। যাত্রী ঢলে যান সঙ্কট এবং শৃঙ্খলা ভেঙে পড়ে ব্যাপক ভোগান্তির আশঙ্কা রয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঈদয ত র ঈদয ত র য় সরক র
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।