স্বাস্থ্য খাত সংস্কার কমিশন তাদের সুপারিশে বলেছে, জাতীয় বাজেটের কমপক্ষে ১৫ শতাংশ বরাদ্দ স্বাস্থ্য খাতে থাকা উচিত। অন্তর্বর্তী সরকার ২০২৫–২৬ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ রেখেছে জাতীয় বাজেটের ৫ দশমিক ৩ শতাংশ। স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে নির্বাচিত রাজনৈতিক সরকার ও অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের মধ্যে বিশেষ কোনো পার্থক্য দেখা যাচ্ছে না।

আজ সোমবার বিকেলে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫–২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করেন। তাতে সালেহউদ্দিন বলেন, জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় ২০২৫–২৬ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর পাশাপাশি স্বাস্থ্য খাতের কিছু পরিকল্পনা ও কর অব্যাহতির কথাও তিনি বলেছেন।

জনস্বাস্থ্যবিদ ও স্বাস্থ্য অর্থনীতিবিদেরা বহু বছর ধরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলে আসছেন। সর্বশেষ বলেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। তারা বলেছে, গুরুত্বপূর্ণ কোনো সংস্কার প্রস্তাবনাই বাস্তবায়ন করা সম্ভব হবে না যদি স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো না হয়। অর্থ উপদেষ্টা বলেন, ২০২৫–২৬ অর্থবছরের জাতীয় বাজেটের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৪১ হাজার ৯০৮ কোটি টাকা; অর্থাৎ ৫ দশমিক ৩ শতাংশ।

২০২৪–২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল জাতীয় বাজেটের ৪ দশমিক ১৯ শতাংশ। গত কয়েকটি বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ ৫ শতাংশের আশপাশে থেকেছে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকেও ব্যতিক্রমী, অর্থাৎ স্বাস্থ্যে উল্লেখযোগ্য বরাদ্দ বৃদ্ধি দেখা গেল না।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য খাতে গতানুগতিক বরাদ্দের বাইরে যেতে পারেনি সরকার। তবে ক্যানসারের ওষুধ ও এপিআইয়ের কাঁচামাল আমদানির কর অব্যাহতির প্রস্তাব ইতিবাচক। এর সুফল পাবেন মানুষ।

উল্লেখযোগ্য কী আছে

অর্থ উপদেষ্টা তাঁর বাজেট বক্তৃতায় বলেন, ক্যানসার প্রতিরোধক ওষুধসহ সব ধরনের ওষুধশিল্পের কাঁচামাল এবং ওষুধের সক্রিয় উপাদান (এপিআই–অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট)  তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক-কর অব্যাহতি–সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে ক্যানসারের ওষুধসহ বেশ কিছু ওষুধের দাম কমে আসার সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি দেশে এপিআই–শিল্প সমৃদ্ধ হবে। এর ইতিবাচক প্রভাব পড়বে ওষুধশিল্পে, দেশের ওষুধ–নিরাপত্তা জোরদার হবে।

অর্থ উপদেষ্টা বলেন, চাকরিরত কর্মচারীদের কিডনি, লিভার, ক্যানসার ও হার্টের চিকিৎসার পাশাপাশি মস্তিস্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন–সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত করা হয়েছে। দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে রেফারেল হাসপাতালের পাশাপাশি ৫০ শয্যার বেশি হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া তিনি বাজেটে দরিদ্র জনগোষ্ঠীর বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন।

নতুন পরিকল্পনা

অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতায় স্বাস্থ্য খাত নিয়ে নতুন কিছু পরিকল্পনার কথাও বলা হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য খাতের শূন্য পদ পূরণে চিকিৎসক, সেবিকা, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগ ত্বরান্বিত করা হয়েছে এবং প্রয়োজনীয় পদ সৃষ্টির সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয় বিবেচনায় রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র প রস ত ব বর দ দ র র জন য সরক র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৩১ জুলাই ২০২৫)

ওভালে আজ শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজ–নির্ধারণী পঞ্চম টেস্ট। জিম্বাবুয়েতে আজ যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ।

ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
বেলা ১-১৫ মি., ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট

বুলাওয়ে টেস্ট-২য় দিন

জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড
বেলা ২টা, টি স্পোর্টস

ওভাল টেস্ট-১ম দিন

ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫

লিজেন্ডস ক্রিকেট: সেমিফাইনাল

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ৯-৩০ মি., সনি স্পোর্টস ২

১ম টি-টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
আগামীকাল সকাল ৬টা, টি স্পোর্টস

সম্পর্কিত নিবন্ধ

  • বাটা সু’র মুনাফা কমেছে ২৬.৮৪ শতাংশ
  • বাংলাদেশের কাছে আবারো ইলিশের জন্য অনুরোধ করেছে ভারত
  • ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা
  • সবজির দামে স্বস্তি, মজুরি বৃদ্ধির হার এখনো কম
  • আজ টিভিতে যা দেখবেন (৩১ জুলাই ২০২৫)
  • ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা
  • গ্যাস অপচয়ে বছরে ক্ষতি ৩ হাজার কোটি টাকার বেশি: পেট্রোবাংলা
  • সার আমদানি ও জমি হস্তান্তরের প্রস্তাব অনুমোদন
  • হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা
  • জুলাইয়ের ২৭ দিনে ৯ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি