সংস্কারের সুযোগ হাতছাড়া না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৮ রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ আহ্বান জানান। 

দলগুলো নিয়ে আজ একই স্থানে শুরু হবে সংস্কারের দ্বিতীয় ধাপের সংলাপ। প্রথম দিনে ৭০ অনুচ্ছেদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদের নিম্নকক্ষে নারী আসনের নির্বাচন এবং সংসদীয় স্থায়ী কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে। 

সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে বলে গতকালের বৈঠক সূত্র সমকালকে জানিয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। এলডিপি, গণঅধিকার পরিষদ, সিপিবি, বাসদ, ১২ দলীয় জোট, বাংলাদেশ জাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ অন্তত ৯টি দল একই দাবি জানিয়েছে।
অন্য অনেক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনে রাজি। এর আগেই সংস্কার সম্পন্ন হতে হবে– এ শর্ত দিয়েছে। জামায়াতে ইসলামী ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, জুলাই সনদ সই হওয়ার পর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি, অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনকে সমর্থন জানিয়েছে।
বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দল ও জোটের ৩৪ প্রতিনিধির ২৬ জন বক্তৃতা করেন। বিকেল ৪টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলে বৈঠক। 

সুযোগ যেন হারিয়ে না যায়
প্রধান উপদেষ্টা নিজেই ঐকমত্য কমিশনের সভাপতি। তিনি বৈঠকের শুরুতে বলেন, ‘এখানে সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ নির্ধারণ করা হচ্ছে; সংস্কারকে রাজনৈতিক দলগুলো কীভাবে গাইড করবে, কোথায় নিয়ে যাবে।’ তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কারের। প্রথমে ছয়টি কমিশনকে ৯০ দিন সময় দেওয়া হয়েছিল। এর পর ঐকমত্য গঠনে আলাদা কমিশন করা হলো। তা ফলপ্রসূ হয়েছে রাজনৈতিক দলগুলোর আনন্দসহ সহযোগিতায়। সবাই বসলে নিশ্চয় ভালো কিছু আসবে। শেষ পর্যন্ত সবাই মিলে জুলাই সনদ করব।’

দ্বিতীয় পর্বে কী হবে, তা জানিয়ে সরকারপ্রধান বলেন, অনেক বিষয়ে আমরা কাছাকাছি এসে গেছি। আরেকটু হলেই ঐকমত্যের তালিকায় আরেকটি সুপারিশ যুক্ত হয়; এ সুযোগ যেন আমরা হারিয়ে না  ফেলি। যেটুকু দূরত্ব ছিল, তা ঘুচিয়ে এনে যত ঐকমত্যের বিষয় আছে, তাতে যেন আরও কিছু যোগ করতে পারি। জাতীয় একটি সনদ হবে। জাতি হিসেবে গর্বিত হিসেবে যেন দাঁড়াতে পারি। বিভক্তীকরণের রাজনীতি সৃষ্টি নয়; দেশের উন্নয়ন-মঙ্গলের জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য, যাতে চমৎকার একটি জুলাই সনদ করতে পারি। সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, মূল জিনিস হলো ঐক্য ধরে রাখা, যাতে জুলাই সনদ সমৃদ্ধ করতে পারি। জাতি যেন দেখতে পারে, যারা এখানে আছি, তারা কী কী বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। 
গত ১২ ফেব্রুয়ারি ছয় মাস মেয়াদি ঐকমত্য কমিশন গঠিত হয়। গতকালের বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “কমিশনের মেয়াদ আগস্টে শেষ হচ্ছে। এর আগেই জুলাই মাসে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ পবিত্র দায়িত্ব পালনে অবশ্যই সফল হতে হবে।”

দ্বিতীয় ধাপের সংলাপ আজ
সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুদক সংস্কার কমিশনের ১৬৬ সুপারিশ বিষয়ে ৩৮ রাজনৈতিক দল এবং জোটের কাছে মতামত চাওয়া হয় গত মার্চে। প্রথম ধাপের সংলাপে মতামত দেওয়া ৩৩ দল এবং জোটের সঙ্গে ২০ মার্চ থেকে ১৯ মে ৪৫টি বৈঠক করে ঐকমত্য কমিশন। প্রথম ধাপে দলগুলোর সঙ্গে আলাদাভাবে সংলাপ করে কমিশন।
কমিশনের সমন্বয়কের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সমকালকে জানিয়েছেন, দ্বিতীয় ধাপের সংলাপে সব রাজনৈতিক দল ও জোটের মধ্যে পারস্পরিক আলোচনা হবে। কমিশন দলগুলোকে কাছাকাছি এনে ঐকমত্য প্রতিষ্ঠায় সহযোগিতা করবে। 

কমিশন ৭০ অনুচ্ছেদ শিথিলের প্রস্তাব করে সুপারিশ করেছিল। এমপিরা অর্থ বিল বাদে অন্য বিষয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। তবে বিএনপি, জামায়াত, এনসিপিসহ কোনো দল এতে রাজি হয়নি। দলগুলো চায়, এমপিরা সংবিধান সংশোধন এবং আস্থা-অনাস্থা প্রস্তাবে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। বিএনপি চায়, এমপিরা জাতীয় নিরাপত্তা প্রশ্নেও দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। দ্বিতীয় ধাপের প্রথম দিনে আজ এসব নিয়ে আলোচনা হবে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সর্বোচ্চ ১২০ দিন মেয়াদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রস্তাব করেছে। বিএনপি চায়, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে ৯০ দিন মেয়াদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতো, একই পদ্ধতি ফিরুক আদালতের রায়ে। জামায়াতও চেয়েছিল সর্বশেষ প্রধান বিচারপতির নেতৃত্বের আগের পদ্ধতির তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসুক। তবে দলটি বিচার বিভাগকে দূরে রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিকল্প প্রস্তাব দিতে রাজি হয়েছে। বিএনপি বলেছে, কমিশন বিকল্প প্রস্তাব দিতে পারে। এনসিপি চেয়েছে, সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের মাধ্যমে নির্বাচনকালীন সরকার গঠিত হোক। ইসলামী আন্দোলনসহ কয়েকটি দলও তত্ত্বাবধায়ক নয়; নির্বাচনকালীন সরকার চেয়েছে। 
এ ছাড়া আজ আলোচনা হবে সংসদে নারী আসন নিয়ে। কমিশন প্রস্তাব করেছে, ৪০০ সদস্যবিশিষ্ট সংসদের ১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন হবে। বিএনপি, জামায়াতসহ অধিকাংশ দল রাজি না হলেও এনসিপি এতে একমত। 

বৈঠকে দলগুলো যা বলল 
সূত্র জানিয়েছে, বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আগের দিনগুলোর তুলনায় গতকাল নমনীয় ছিলেন। তিনি প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ এবং ডিসেম্বরের মধ্যে ভোটের দাবি জানান। আবারও বলেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয়। 

এর আগে কয়েকটি দলের নেতা বক্তৃতায় বলেন, ভারত দ্রুত নির্বাচনের কথা বলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। সরকার কেন ভারতের এই বক্তব্যের প্রতিবাদ করছে না? সালাহউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে নিজের বক্তৃতার সময় বলেন, ‘এক সময় যুক্তরাষ্ট্রও বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলত। তখন তো কেউ সমালোচনা করত না। ভারত নির্বাচনের কথা বললে কেন সমালোচনা করতে হবে?’ তাঁর এ বক্তব্যে বৈঠকে হাস্যরস হয়। ভারতের সমালোচনায় বিএনপি কেন প্রতিক্রিয়া দেখাচ্ছে– প্রশ্ন তোলা হয়। 

বৈঠক সূত্র জানিয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ এবং ঘোষণাপত্রের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত হবে না। জুলাইয়ের মধ্যে সনদ সই করে আগামী ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে। 
বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সংস্কারের কিছু সুপারিশ ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় বাস্তবায়ন শুরু করেছে। পরে রাজনৈতিক দলের নেতারা এর জবাবে বলেন, সংস্কার বাস্তবায়িত হয়েছে– এমন কিছু তারা দেখেননি। 

‘এক মাসের মধ্যে সংস্কার বাস্তবায়ন সম্ভব’
বৈঠকের পর সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এমন সংস্কার নেই, যা এক মাসের মধ্যে বাস্তবায়ন সম্ভব নয়। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় অনেক সংস্কার করেছে অধ্যাদেশের মাধ্যমে। সংবিধান সংশোধন বাদে যেসব সংস্কারে সব দল একমত হবে সেগুলোও অধ্যাদেশ, নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে আয়োজনের কারণ নেই– এটি বোঝাতে সক্ষম হয়েছি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের জন্য জরুরি ভিত্তিতে যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে ঐকমত্যের মাধ্যমে বাস্তবায়ন করা দরকার। বৈঠকে অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের আগেই নির্বাচনের প্রস্তাব দিয়েছে। এখন সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার। তিনি বিবেচনা করবেন বলে আশা করি। আমরা মনে করি, তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন। কারও প্রতি রাগ-বিরাগ প্রদর্শন করবেন না। 

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, এক মাসেই সনদ সই সম্ভব। কিছু কিছু বিষয়ে অবশ্যই দ্বিমত থাকবে। সব দল যে সব বিষয়ে একমত হবে– এ আশাও করি না। তবে যেগুলোতে ঐকমত্যে আসতে পারব, সেই বিষয়গুলো অবশ্যই জাতীয় সংসদের মাধ্যমে হবে। এর আগে ঐকমত্যের ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হলেই যথেষ্ট। ঐকমত্য কমিশন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, তারা যথেষ্ট আন্তরিক, তবে সময় ক্ষেপণ করেছেন। আশা করি, আর বেশি সময় নেবেন না।

নিরপেক্ষ নির্বাচনে জোর জামায়াতের
জামায়াতের নায়েবে আমির ডা.

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচনের তারিখ বিষয়ে তিনটি বক্তব্য এসেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুন। কিছু রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। জামায়াত বলেছে, মে এবং জুন মাসে নির্বাচন করার জন্য উপযুক্ত সময় নয়। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি রক্ষায় জানুয়ারি থেকে এপ্রিলের মাঝে নির্বাচন হতে পারে। 
নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করতে প্রধান উপদেষ্টাকে বলেছেন জানিয়ে ডা. তাহের বলেন, ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটি তারিখ দিলে জনমনে যে শঙ্কা আছে, কেটে যাবে। দলগুলো নির্বাচনে মনোযোগী হবে। 
ডা. তাহের বলেন, নির্বাচন একটি নির্ধারিত তারিখেই হতে হবে– রাজনৈতিক দলগুলোর এমন শক্ত অবস্থান নেওয়া উচিত নয়। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। মাঠ প্রশাসন, নির্বাচন কমিশন যেন নিরপেক্ষ দায়িত্ব পালন করে, তা নিশ্চিত করতে হবে। 

‘সনদের আগে তারিখ নয়’
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের পরেই সরকার যেন নির্বাচনের তারিখ ঘোষণা করে। আগে তারিখ ঘোষণা হলে সংস্কার ব্যাহত হতে পারে। জুলাই ঘোষণাপত্রের জন্য ৩০ কার্যদিবস ছিল। অনেক কার্যদিবস হলেও পদক্ষেপ দেখছি না। 

অন্যেরা যা বললেন
নির্বাচন, বিচার ও সংস্কারের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ বলেন, সংস্কারে কত সময় লাগবে, তা জানিয়ে রোডম্যাপ দিতে বলেছেন তারা। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঐকমত্য কমিশন কী অর্জন করতে চায়, তা লিখিত থাকা উচিত। 
যেসব সংস্কার প্রস্তাবে দলগুলো একমত হয়েছে, এর তালিকা প্রকাশ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, দ্বিমত রয়েছে– এমন সুপারিশে সব দলের বৈঠকে তীব্র বাগ্‌বিতণ্ডা হতে পারে। 

বিএনপির সমমনা ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, বক্তৃতা করা ২৬ নেতার মধ্যে ২৩ জনই ডিসেম্বরের মধ্য ভোট চেয়েছেন। একই ভাষ্য গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের। তবে সমকাল আটটি দলের নেতার সঙ্গে কথা বলে জেনেছে, এই ভাষ্য ঠিক নয়। বৈঠকে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য চৌধুরী হাসান সারওয়ার্দী প্রমুখ অংশ নেন।

 

উৎস: Samakal

কীওয়ার্ড: স ল হউদ দ ন আহম দ ড স ম বর থ ক দ দ ন আহম দ র প রস ত ব জ ল ই সনদ ঐকমত য র সমন বয়ক দল র ন ত ব যবস থ বক ত ত বল ছ ন র জন য সনদ স গতক ল প রথম ইসল ম ব এনপ এনস প

এছাড়াও পড়ুন:

ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

সাফল্যের সঙ্গে সব সক্রিয় রাজনৈতিক দলের সঙ্গে লাগাতার বৈঠকের মাধ্যমে ঐকমত্যে পৌঁছে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাসস লিখেছে, বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হয় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি, যার মেয়াদ শেষ হয় ৩১ অক্টোবর।

আরো পড়ুন:

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচনি প্রস্তুতি নিয়ে আলোচনা

সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব 

প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই জাতীয় সনদ আমাদের ঐতিহাসিক অর্জন। এই সনদ আমাদের জাতির এক মূল্যবান দলিল, যা আমাদের আগামী জাতীয় নির্বাচনের পথকে কেবল সুগমই করবে না, জাতীয় রাজনীতির ভবিষ্যৎ পথনির্দেশক হিসেবে কাজ করবে এবং আমাদের গণতন্ত্রকে সুসংহত করবে।”

প্রধান উপদেষ্টা আরো বলেন, “জনগণ প্রত্যাশায় আছে জাতীয় জীবনে এমন কিছু পরিবর্তন দেখার জন্য, যা বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটাবে; এমন কিছু পরিবর্তন যা এদেশে আর কখনো কোনো স্বৈরাচারের আগমন ঘটতে দেবে না, এমন কিছু পরিবর্তন যা আমাদের জাতীয় জীবনে সামগ্রিক উন্নয়ন ঘটাবে, সবার নাগরিক অধিকার ও মর্যাদা রক্ষা করবে।”

“সবচেয়ে আশার কথা হচ্ছে, আমরা নিজেরাই এই সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করেছি, একমত হয়েছি। বাইরের কেউ আমাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি,” বলেন প্রধান উপদেষ্টা।

‘অতীতে বিভিন্ন সময়ে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক সংলাপ হয়েছে, তাতে মধ্যস্থতাকারী হিসেবে আমরা বিদেশিদের আসতে দেখেছি’ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “বন্ধু রাষ্ট্রসহ জাতিসংঘের প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে আনার চেষ্টা করেছেন। তবে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে, আমাদের নিজেদের সংকট নিজেদেরই সমাধান করতে হবে।”

“এই কারণেই সকল রাজনৈতিক দল এক কাতারে এসেছে, রাজনৈতিক বিতর্কে অংশ নিয়েছে এবং আমাদেরকে সমাধানের পথ দেখিয়েছে। বিশ্ববাসীকে বাংলাদেশে রাজনৈতিক সংকট সমাধানে আমন্ত্রণ জানানোর পরিবর্তে আমরা নিজেরাই বিশ্ববাসীর দরবারে আমাদের জাতীয় ঐক্যকে তুলে ধরেছি,” বলেন তিনি। 

প্রধান উপদেষ্টা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এবং তাদের নেতৃবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, “রাজনৈতিক দলের নেতারা যারা এই সনদ তৈরিতে অক্লান্ত পরিশ্রম করেছেন, অসম্ভবকে সম্ভব করেছেন তাদের সকলকে আমি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।”

এই জুলাই সনদ সারা বিশ্বের জন্যই একটি অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, “পৃথিবীর আর কোথাও এমন কোনো ঘটনা ঘটেনি। এটা পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল ঘটনা হয়ে থাকবে। পৃথিবীর অন্যান্য দেশও সংকটকালীন সময়ে দেশগঠনের পদক্ষেপ হিসেবে ‘ঐকমত্য কমিশন’ গঠনের কথা বিবেচনা করবে।”

প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দারকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ যারা মাসের পর মাস এই দীর্ঘ আলোচনার সঙ্গে থেকেছেন, ঐকমত্য কমিশনের সকল কার্যকলাপ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের সকলের মনে রাখতে হবে, যে অভূতপূর্ব ঐক্য আমাদের মাঝে রয়েছে রাষ্ট্র সংস্কারে এই জাতীয় ঐক্য আমাদের ধরে রাখতেই হবে। কারণ ফ্যাসিবাদী গোষ্ঠী এ জাতিকে বিভক্ত করতে সর্বশক্তি নিয়োজিত করেছে। গত ১৫ মাস আমরা তাদের নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছি। ফ্যাসিবাদকে পরাস্ত করতে হলে, এই দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য ধরে রাখা ছাড়া আর কোনো বিকল্প নাই।”

‘দেশের ভবিষ্যৎ নির্মাণে আমাদের সামনে চ্যালেঞ্জ আছে’ বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, “এই চ্যালেঞ্জ মোকাবিলা করা কোনো একক ব্যক্তি, একক সংগঠন, একক সংস্থা অথবা একক সরকার দিয়ে সম্ভব হবে না; এজন্য সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে।”

ঢাকা/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হলো কেন
  • সনদ বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত, আরপিওতে পরিবর্তন আসছে
  • ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
  • তড়িঘড়ি না করে সংবিধান সংস্কারে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান
  • কিছু রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে গিয়ে ফাঁদে পড়েছে: জাপা মহাসচিব
  • ঐকমত্য কমিশন হাজির করেছে অনৈক্যের দলিল: বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন
  • জুলাই সনদ নিয়ে জট খুলুন, সময় কিন্তু চলে যাচ্ছে
  • সমস্যা সমাধান করে নির্বাচনের পথে এগোন: অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল
  • অধ্যাপক আলী রীয়াজের নতুন বই প্রকাশিত
  • সুপারিশ নিয়ে বিতর্ক, কতটা যৌক্তিক