Samakal:
2025-11-02@18:57:07 GMT

হামজা আসতেই বাড়ল আগ্রহ

Published: 3rd, June 2025 GMT

হামজা আসতেই বাড়ল আগ্রহ

সেকেন্ড, মিনিট, ঘণ্টা। তিনি আসবেন বলে অপেক্ষা। ঘড়ির কাঁটা ঘুরছে আর সমর্থকদের উচ্ছ্বাস বেড়েই চলেছে। সব আনুষ্ঠানিকতা সেরে অবশেষে ঘিয়ে রঙের জ্যাকেট ও কালো থ্রি কোয়ার্টার পরা হামজা দেওয়ান চৌধুরী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হলেন। সোমবার তাঁকে এক নজর দেখার জন্য দূরদূরান্ত থেকে বিমানবন্দরে এসেছেন অনেক ফুটবলপ্রেমী। একজন তারকার জন্য এত সময় অপেক্ষা বাংলাদেশের ফুটবলে গত এক দশকে দেখা যায়নি। 

হামজা এখন বাংলাদেশের ফুটবলের পোস্টারবয়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ডিফেন্সিভ মিডফিল্ডারের আগমনে ফুটবলে যেন নতুন হাওয়া লেগেছে। ৪ জুন ভুটান এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সামনে রেখে উন্মাদনা বইছে। সেই উন্মাদনা আরও বাড়বে আগামীকাল কানাডাপ্রবাসী শমিত সোম ঢাকায় এলে।

লাল-সবুজের জার্সিতে হামজার অভিষেক হয়েছে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে। শেফিল্ড ইউনাইটেডের এ তারকাকে নিয়ে বাড়তি উন্মাদনার মূল কারণ ঘরের মাঠে প্রথমবার খেলবেন তিনি। তাই ভ্রমণ ক্লান্তি যেন গায়ে লাগেনি তাঁর। গতকাল ঢাকায় এসে বিকেলেই দলের সঙ্গে অনুশীলন করেন। 

বুধবার ভুটানের বিপক্ষে ম্যাচটি প্রস্তুতি বলে সেখানে হামজাকে খেলাবেন কিনা, তা এখনও চূড়ান্ত করেননি বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে হামজা দুটি ম্যাচেই জয়ের ব্যাপারে আশাবাদী। বিমানবন্দরে গাড়িতে থাকা অবস্থায় হামজার কাছে জানতে চাওয়া হয় এই সময়ে বাংলাদেশের সম্ভাবনা কেমন? ‘ইয়্যা ভ্যারি গুড চান্স’– এ মন্তব্যেই স্পষ্ট জয়ের জন্য কতটা ক্ষুধার্ত তিনি। 

টিম হোটেলে ফিরে সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন হামজা, ‘আসসালামু আলাইকুম। সব সমর্থক, গণমাধ্যম ও সাংবাদিকদের ধন্যবাদ জানাতে চাই। দুর্দান্ত দলের অংশ হতে পেরে গর্ববোধ করছি। ইনশাআল্লাহ, আমরা সফল হব। আশা করি, সবাই আমাদের সমর্থন করবেন।’

সামনে ভুটান, তবে বাংলাদেশের ভাবনায় এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি। বাছাইয়ে গ্রুপ ‘সি’তে ভারত, সিঙ্গাপুর, হংকংয়ের মতো বাংলাদেশের পয়েন্ট ১। তাই এশিয়ান কাপে খেলার দারুণ সুযোগ লাল-সবুজের দলটির সামনে। এই ম্যাচে শুধু হামজাই নন, শমিত সোম, ফাহমিদুল এমনকি ইংল্যান্ডপ্রবাসী কিউবা মিচেলকেও দেখা যেতে পারে। সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ মিতুল মারমা-তপু বর্মণদের। ইতোমধ্যে তিন দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। নিজেদের কৌশলগুলো প্রকাশ্যে আনতে চায় না বলে গত দু’দিন ক্লোজডোরে প্রস্তুতি নেয় ক্যাবরেরার দল।

ফুটবলারদের অনুশীলন ক্লোজডোরে হলেও সমর্থকরা ভাসছেন উচ্ছ্বাসে। সিঙ্গাপুর ম্যাচে টিকিট নিয়ে যে তুমুল সাড়া ফেলেছিল, তা দেশের ফুটবলের চেহারা বদলে দিয়েছে। অনেক দর্শক অনলাইনে টিকিট কাটতে পারেননি। তাই অনেকেরই স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ হবে না। তাই যারা টিকিট কাটতে পারেননি, তাদের আক্ষেপ কমিয়ে দিতে আটটি বিভাগে ফ্যান জোনে খেলার দেখার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ‌্যাম্পিয়ন

অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত‌্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই। 

ব‌্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ‌্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ‌্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।

আরো পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ  উদ্‌যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ‌্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল। 

বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম‌্যাচে আগে ব‌্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব‌্যাটসম‌্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।

ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’। 

বিস্তারিত আসছে …

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ