ঈশ্বরগঞ্জে সুহৃদ সমাবেশের আহ্বায়ক কমিটি গঠন
Published: 3rd, June 2025 GMT
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আকাশকন্যার কান্না যেন থামছেই না। সেই বৃষ্টিতে ভিজেই একে একে হাজির হন সুহৃদ সদস্যরা। উপলক্ষ দৈনিক সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নতুন কমিটি গঠন। ৩১ মে বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে করা হয় এ আয়োজন। এরপর উপস্থিত সুহৃদ সদস্যদের সম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। ২১ সদস্যবিশিষ্ট ওই কমিটির আহ্বায়ক পদে মুহাম্মদ আব্দুল হান্নানকে নির্বাচিত করা হয়। সদস্য সচিব করা হয় আমজাদ হোসেন সোহেলকে। এ ছাড়া ১০ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।
কমিটির উপদেষ্টারা হলেন– ফেরদৌস কোরাইশী টিটু, মো.
এ ছাড়া সদস্যরা হলেন– মো. আলমগীর হোসেন, সাবিবুর হাসান শাকিল, আব্দুল্লাহ আল মামুন বায়েজিদ, আরিফ আল মামুন, মো. পারভেজ মিয়া, তানজিলা, মো. মাসুম আহমেদ, সোয়াদ নাবিল সাদ, মো. জিল্লুর রহমান সোহাগ, নাঈম বাশার, মো. জসিম, মো. মনির উদ্দিন, ঋত্বিক ভৌমিক, মো. সুমন মিয়া, মো. রাব্বি আহমেদ, মো. উবায়দুল্লাহ, মো. সারুক। কমিটি গঠন শেষে নবগঠিত কমিটির আহ্বায়ক, সদস্য সচিবকে ফুল দিয়ে বরণ করে নেন সমকালের ঈশ্বরগঞ্জ সংবাদদাতা মহিউদ্দিন রানা।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আগে এ উপজেলায় সুহৃদের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরা হয়। পাশাপাশি নবগঠিত কমিটির আগামী তিন মাসের বিভিন্ন ধরনের কর্মসূচির পরিকল্পনা এবং তা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ সম ব শ কম ট র সদস য
এছাড়াও পড়ুন:
অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা
আজ শ্রাবণের ১৬ তারিখ। প্রকৃতির নিয়মে এ মাসে বৃষ্টি বেশি ঝরে। আজও ঢাকার আকাশ মেঘলা। বুধবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও ঝুম বৃষ্টি কখনও গুঁড়ি গুঁড়ি। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় ও পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রয়েছে ভূমিধসের ঝুঁকি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ফলে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অতিভারী বৃষ্টির কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়াসহ বাস, রিকশা ও সাধারণ চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
বঙ্গোপসাগরে উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদী ও সমুদ্রবন্দর এলাকায় অবস্থানরত নৌযানগুলোকে সাবধানতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবারও সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ এলাকায় এবং অন্যান্য বিভাগে অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজার ৬৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/ইভা