প্রবাস থেকে বিপ্লবের ‘চেনা অচেনা সুখ’
Published: 3rd, June 2025 GMT
প্রবাসে থেকেও নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন প্রমিথিউস ব্যান্ডের তারকা কণ্ঠশিল্পী বিপ্লব। গত কয়েক বছর ধরে প্রতিটি উৎসবের জন্য আলাদা করে তৈরি করছেন নতুন গান। তারই ধারাবাহিকতায় এবার ঈদে তৈরি করেছেন ভিন্ন ধাঁচের একক গান ‘চেনা অচেনা সুখ’।
কবি রাজু চৌধুরীর লেখা এ গানের সুর করেছেন এহসান রাহী। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।
বিপ্লব বলেন, “যারা আমাকে গান এবং দেশেকে ভালোবাসেন, তাদের জন্যই এ আয়োজন। দূর দেশে বসবাস করলেও নিজ দেশ ও অনুরাগীদের জন্য কিছু করার দায়বদ্ধতা অনুভব করি। যেহেতু আমি শিল্পী, তাই গানের মধ্য দিয়ে সবার প্রত্যাশা পূরণ করতে চাই। সেই ভাবনা থেকেই ঈদের জন্য ‘চেনা অচেনা সুখ’ গানটি তৈরি ও প্রকাশ করা। এ আয়োজন শ্রোতার ভালো লাগলেই প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে।”
শব্দ কারিগরের প্রযোজনায় নির্মিত ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পী বিপ্লব নিজেই। আজ শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।
এর আগে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের স্বপ্ন নিয়ে তৈরি করা বিপ্লবের ‘নতুন বাংলাদেশ’ গানটি শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। এ ছাড়াও সাম্প্রতিক সময়ে ‘আছি অপেক্ষায়’, ‘মেড ইন বাংলাদেশ’সহ আরও কিছু গান ভক্তদের প্রত্যাশা পূরণ করছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে সাবেক এমপি মিল্লাত-হেনরীসহ আওয়ামী লীগের ৫১ জনের নামে মামলা
ছবি: সংগৃহীত