এ মাসে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে পেনাল্টি নেওয়ার সময় যদি পা পিছলে যায় হুলিয়ান আলভারেজের, আর তাতে যদি বলে দুবার পা লেগে যায়। তবে এবার তিনি নতুন করে আবার শট নেওয়ার সুযোগ পাবেন। কাল এমনটাই জানিয়েছে ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

মঙ্গলবার সংস্থাটি ‘ডাবল টাচ’–সংক্রান্ত নিয়মে সংশোধনের কথা জানিয়ে জানিয়েছে, পেনাল্টি নিতে গিয়ে খেলোয়াড় যদি অসাবধানতাবশত বল দুবার স্পর্শ করেন এবং তা থেকে গোল হয়। তবে গোল বাতিল করে শট আবার নেওয়ার সুযোগ দিতে হবে।

মার্চে চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদ ডার্বির টাইব্রেকারে এমনই এক ঘটনায় গোল করার পর শট বাতিল হয়ে যায় আলভারেজের। পা পিছলে গিয়ে বলের ওপর দুবার স্পর্শ লেগেছিল তাঁর, যা ধরতে ভুল করেনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। নিয়ম অনুযায়ী গোল বাতিল করে দেওয়া হয় এবং রিয়াল মাদ্রিদ পরে জিতে যায় ৪-২ ব্যবধানে।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তখন বলেছিল, ‘বর্তমান নিয়ম অনুযায়ী রেফারিকে গোল বাতিল করতেই হতো।’ তবে তারা বিষয়টি নিয়ে ফিফা ও আইএফএবির সঙ্গে আলোচনায় বসবে বলেও জানিয়েছিল।

অবশেষে মঙ্গলবার আইএফএবি জানিয়েছে, নিয়মটি ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে ফিফা জানিয়েছে, চলতি মাসেই যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে এটি প্রযোজ্য হবে।

আইএফএবির সেক্রেটারি লুকাস ব্রুড এক বিবৃতিতে বলেন, ‘যখন পেনাল্টি নিতে গিয়ে খেলোয়াড় অনিচ্ছাকৃতভাবে একসঙ্গে দুই পায়ে বা শট নেওয়ার পর সঙ্গে সঙ্গেই অন্য পায়ে বল লাগান, তখন অনেক সময় রেফারিরা গোল বাতিল করে দেন। অথচ নিয়মটি মূলত ইচ্ছাকৃত দ্বিতীয় ছোঁয়ার জন্য প্রযোজ্য।’

ব্রুড আরও যোগ করেন, এমন অনিচ্ছাকৃত ছোঁয়ায় গোলরক্ষক বিভ্রান্ত হতে পারেন, এ ধরনের ঘটনায় বল জালে গেলে তা পুনরায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে যদি অনিচ্ছাকৃতভাবে বলে দ্বিতীয়বার পা ছুঁলেও গোল না হয়, তখন নিয়ম অনুযায়ী বিপক্ষ দলকে ইনডিরেক্ট ফ্রি–কিক দেওয়া হবে। আর টাইব্রেকারে এ ধরনের শট ব্যর্থ হলে তা ‘মিস’ হিসেবেই ধরা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ ল ব ত ল কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ