মোহাম্মদপুরে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১৯ জন গ্রেপ্তার
Published: 3rd, June 2025 GMT
মাদক, ডাকাতি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ দমনে রাজধানীর মোহাম্মদপুরে পরিচালিত বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন। আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা ঠিক রাখতে সোমবার দিনে ও রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে এই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে মাদক, ধারালো অস্ত্র, মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরজু (২৫), শাকিল (২০), আইচান (২৮), নাইম (২৭), রানা শরীফ (৩৫), মামুন (২৩), ওমর সানী (১৯), রবিন (২২), সাইদ মাছুয়া (৫৪), শরীফ (২২), আদু (২২), শাকিল (২৪), সবুজ (২১), ইয়ামিন (১৮), ওয়াসিম (২৮), সুমন (৩০), আরিফ (২৫), রাকিব (২৪) এবং হৃদয় (২৪)। তাঁদের মধ্যে ১০ জন বিভিন্ন মামলার আসামি, মাদক কারবারি ২ জন, পরোয়ানাভুক্ত আসামি ২ জন, ডাকাতির প্রস্তুতির সময় ৪ জন এবং ১ খুনের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, মাদক মামলায় গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ২১৫টি ইয়াবা, ১৬ হাজার ৪১০ টাকা, দুটি মোবাইল, ১০১ পাতা কথিত হেরোইন এবং ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৩টি ধারালো সামুরাই অস্ত্র, ২টি মোবাইল এবং ৭ হাজার ৩১ টাকা উদ্ধার করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ম হ ম মদপ র আস ম দ র র আস ম
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে সাবেক এমপি মিল্লাত-হেনরীসহ আওয়ামী লীগের ৫১ জনের নামে মামলা
ছবি: সংগৃহীত