কোরবানি ঈদ এলে শ্রীনন্দের আয় বাড়ে, সংসারে সচ্ছলতা আসে
Published: 4th, June 2025 GMT
শ্রীনন্দ মণ্ডলের বয়স ৩২ পেরিয়েছে। স্মৃতি হাতড়ে জানান, সংসারে অভাবের কারণে মাত্র ১২ বছর বয়সেই লোহা পুড়িয়ে দা-কাঁচি-ছুরি তৈরির মতো তুলনামূলক পরিশ্রমের কাজটি শুরু করতে হয়। ২০ বছর ধরে এ কাজ করেই সংসার চালাচ্ছেন। এতে অভাব দূর হলেও সচ্ছলতা আসেনি। তবে কোরবানির ঈদ এলে শ্রীনন্দের পরিবারে আনন্দের জোয়ার বয়ে যায়। কারণ, বছরের এ সময়ে তাঁর দোকানের বিক্রি বৃদ্ধি পায় কয়েক গুণ।
শ্রীনন্দ শরীয়তপুর সদর উপজেলার চরসোনামুখী গ্রামের বাসিন্দা। পরিবারের অন্য ভাই ও স্বজনেরা কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করলেও শ্রীনন্দ বেছে নিয়েছেন কামারের কাজ। পৌরসভার মনোহর বাজারে সড়কের পাশের একটি দোকানই তাঁর কর্মস্থল।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, চরসোনামুখী গ্রামের প্রাণ কৃষ্ণ মণ্ডলের চার ছেলের মধ্যে শ্রীনন্দ সবার ছোট। বাবার আয়ে সংসার চলছিল না। সংসারের অভাবের কারণে পড়ালেখাও করা হয়নি। মাত্র ১২ বছর বয়সে একটি কামারের দোকানে কাজ নেন শ্রীনন্দ। সেখান থেকে লোহা পুড়িয়ে দা, কাঁচি, ছুরি, চাপাতিসহ বিভিন্ন জিনিস তৈরির কাজ শেখেন। এরপর নিজেই একটি দোকান খুলে বসেন। বছরজুড়ে সেখানে চাপাতি, হাতদা, বডিদা, বিভিন্ন সাইজের ছুরি, কোদাল, কুড়ালসহ বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করেন। আর ঈদুল আজহার সময় এসব ধারালো তৈজসপত্রের চাহিদা অনেকাংশে বেড়ে যায়। তখন যেন দম ফেলার সময় পান না শ্রীনন্দ।
শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার গরুর হাটের ঠিক পাশেই শ্রীনন্দর কামারের দোকান। ঈদের এক মাস আগে থেকে তিনি বিভিন্ন সাইজের চাপাতি ও ছুরি তৈরি করে রাখেন। নতুন জিনিসপত্র বিক্রি ছাড়াও এ সময়ে মানুষ পুরোনো দা, ছুরি ও চাপাতি মেরামত করে থাকেন। এগুলোর জন্য নির্দিষ্ট অঙ্কের মজুরি পান। এ কাজে সহযোগিতার জন্য প্রতিবেশী মনোরঞ্জন গাইনকে এক মাসের জন্য সহযোগী হিসেবে নিয়েছেন।
মনোরঞ্জন গাইন বলেন, তিনি কাঠমিস্ত্রির কাজ করেন। তবে এখন কাজটিতে মন্দা চলছে। এই সময়ে কামারের দোকানের সহযোগী হিসেবে কাজ করছেন। এক মাসে ৩০ হাজার টাকা আয় করতে পারবেন। শ্রীনন্দের দোকানের লোহার ধারালো তৈজসপত্রের চাহিদা বেশ ভালো। তাই ক্রেতার ভিড় লেগে থাকে।
শ্রীনন্দের দোকানে তৈরি একেকটি চাপাতির দাম ৮৫০ থেকে ১০০০ টাকা। প্রতি ঈদে তিনি গড়ে ২৫০-৩০০টি চাপাতি বিক্রি করতে পারেন। এতে তাঁর ১ লাখ ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা লাভ থাকে। এ অর্থ দিয়ে সংসারের দরকারি কাজ সারেন।
শ্রীনন্দ প্রথম আলোকে বলেন, ‘মা, স্ত্রী ও এক সন্তান নিয়া আমার ছোট সংসার। সংসারে তেমন স্বাচ্ছন্দ্য নাই; যা আয় হয়, তা দিয়াই কষ্ট কইরা সংসার চালাই। প্রতিটি ঈদে দেড়-দুই লাখ টাকা বাড়তি আয় করা যায়। সেই টাকার থেইক্যা কিছু সঞ্চয় করি। আর সংসারের ছোটখাটো চাহিদা বা শখ মিটাই। ঈদের মৌসুমে এক মাসের মতন রাত-দিন কাম করতে হয়। অন্য সময় দিনে ৪-৫ ঘণ্টা কামে থাহি।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ র নন দ র ক জ কর এক ম স
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে সাবেক এমপি মিল্লাত-হেনরীসহ আওয়ামী লীগের ৫১ জনের নামে মামলা
ছবি: সংগৃহীত