২৫ শতাংশ ডেঙ্গু সংক্রমণ এক জেলায়, কারণ কী
Published: 5th, June 2025 GMT
বরগুনা সদর হাসপাতালটি ২৫০ শয্যার। এখন রোগী আছেন ছয় শতাধিক। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে ৫০ শয্যা শুধু এ রোগে আক্রান্তদের জন্য রাখা হয়েছে। সেখানে রোগীর সংখ্যা ১১৯।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজোয়ানুর আলম গতকাল বুধবার প্রথম আলোকে বললেন, ‘একের পর এক ডেঙ্গু রোগী আসছেন। কেন এত রোগী বুঝতে পারছি না আমরা। পরিস্থিতি জেলা সিভিল সার্জন কার্যালয় এবং ঢাকাতেও জানানো হয়েছে।’
দেশে এযাবৎ যত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে প্রায় এক–চতুর্থাংশ রোগী বরগুনায়। কিন্তু দেশের এই একটি জেলায় এত রোগী কেন হচ্ছে তার কারণ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোও জানে না।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ৭৮৩। এর মধ্যে শুধু বরগুনা জেলায় রোগীর সংখ্যা ১ হাজার ১১৭। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ জন। আর এ সময়ে শুধু বরগুনাতেই এ রোগে আক্রান্ত হয়েছেন ৫২ জন। গত ৭ দিনে দেশের ৪৮১ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শুধু বরগুনাতেই সাত দিনে রোগী বেড়েছে ২০৪ জন।
জেলায় এত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে কারণ কী তা জানে না বরগুনার সিভিল সার্জন অফিস। এ কার্যালয়ের কো–অর্ডিনেটর ডা.
আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের বিজ্ঞানী মোহাম্মদ শফিউল আলম বলছিলেন, কোন অঞ্চলে মশার প্রকোপ বাড়ছে তা জানা গেলে মশা দমনের কাজটা করা যায়। আবার নতুন কোনো সেরোটাইপ এলেও রোগ বাড়ে। তার অনুসন্ধানও দরকার।
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি নাজুক হয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে জানে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু এর জন্য সেখানে বিশেষ কোনো দল পাঠানো বা কারণ অনুসন্ধান এখনো হয়নি বলে জানান অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর হালিমুর রশীদ। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। সেখানে কেন এমন হচ্ছে তা জানা জরুরি। এ বিষয়ে আইইডিসিআর উদ্যোগ নিতে পারে।’
ডেঙ্গুর এসব বিষয় দেখভাল করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক ডা. তাহমিনা শিরীন বলেন, ‘ঠিক কী কারণে বরগুনায় এ পরিস্থিতি তা এখনো পরিষ্কার নয়। আমাদের ল্যাবে হয়তো তথ্য আছে। সেটা এ মুহূর্তে বলতে পারছি না। নতুন কোনো ধরন এল কি না, তা–ও এখনো পরিষ্কার নয়। তবে বিষয়টি নিয়ে জানার চেষ্টা আছে।’
জনস্বাস্থ্যবিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ‘দেশের এই একটি জেলায় কেন এত ডেঙ্গুর প্রকোপ, এটা জানা জরুরি। সংশ্লিষ্ট দপ্তরগুলো এর কারণ অনুসন্ধান না করে অবজ্ঞা করছে। আইইডিসিআর নিপাহ ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জার বিষয়ে যেভাবে পর্যবেক্ষণ করে, ডেঙ্গু অনেক ভয়ানক হলেও এর পর্যবেক্ষণ করে না।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: বরগ ন
এছাড়াও পড়ুন:
প্রতিষ্ঠার দেড় যুগ পর ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নিয়ে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে শিক্ষার্থীদের। গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গেজেট প্রকাশ হয়ছে গঠনতন্ত্র।
এরই মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পর হতে যাচ্ছে কাঙিক্ষত কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ব্যাকসু নির্বাচন। তবে এর জন্য আমরণ অনশন থেকে শুরু করে সব ধরনের কর্মসুচিই পালন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আরো পড়ুন:
‘আমরা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে চাই’
বেরোবিতে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের মডেল প্রদর্শন
জুলাই অভ্যুত্থান পর গণরুম ও গেস্ট রুমের যে সাংস্কৃতি ছিল, তা এখন বন্ধ হয়েছে। কোনো রাজনৈতিক দলের কমকাণ্ডে সামিল হওয়াও বাধ্যতামুলক নয়।
তাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে এ ছাত্র সংসদ। যাতে শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ সুরক্ষিত হবে।
কেন্দ্রীয় ছাত্র সংসদ বেরোবির বিধিমালা অনুযায়ী, ১৩টি পদে সরাসরি নির্বাচন ও হল সংসদে নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যাতে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সব ধরনের কথা তুলে ধরতে পারবেন।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শেখর রায় বলেন, “সুষ্ঠু নিরপেক্ষ ও লেজুরবিত্তিক রাজনীতি ব্যতীত একটি নির্বাচন হোক। যোগ্য, আদর্শ, উত্তম চরিত্র ও মনের প্রার্থী বিজয়ী হোক। নির্বাচিত হয়ে তারা হয়ে উঠুক বেরোবির একেকজন যোগ্য প্রতিনিধি। তারা ন্যায়ের পক্ষে থাকুক । তাদের হাত ধরেই এগিয়ে যাক বেরোবি।”
গণিত বিভাগের শিক্ষার্থী জাওয়াদ সাজিদ বলেন, “ছাত্র সংসদ শিক্ষার্থীদের দাবি, অধিকার ও স্বার্থ রক্ষার প্রধান মঞ্চ। এটি প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, যাতে প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠ পৌঁছে যায় সিদ্ধান্ত গ্রহণের টেবিলে। কিন্তু এজন্য সংসদকে দলীয় প্রভাবমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। প্রকৃত অর্থে ছাত্র সংসদ তখনই সফল, যখন তা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তাদের সমস্যার সমাধান ও কল্যাণে কাজ করে।”
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, “আমরা এমন ছাত্র সংসদ চাই, যেখানে যোগ্য নেতৃত্ব আসবে এবং সব শিক্ষার্থীর সমস্যা সমাধানের হাতিয়ার হয়ে কাজ করবে। সবমিলিয়ে সবার বিশ্বস্ত জায়গা হবে এই ছাত্র সংসদ।”
ঢাকা/সাজ্জাদ/মেহেদী