অপেক্ষারও একদিন শেষ হয়, মুখে ফোটে সোনালি হাসি
Published: 5th, June 2025 GMT
অপেক্ষারও একদিন শেষ হয়।
পথ যতই দীর্ঘ হোক, যতটা নীরব হোক প্রহর, এক সময় ঠিকই আসে সেই মুহূর্ত—যখন ক্লান্ত চোখের সামনে সত্যি দাঁড়ায় বহুদিনের দেখা স্বপ্ন।
যে স্বপ্ন, যে গল্পগুলো বারবার থেমে গিয়েছিল মাঝপথে, প্রান্তে, প্রায় শেষে—মুখ থুবড়ে পড়েছিল সম্ভাবনার নিষ্ফল প্রতীক্ষা নিয়ে; সেই গল্পগুলোই এবার জেগে উঠেছে, লিখেছে নতুন ইতি। জয়ের শেষবিন্দু ছুঁয়ে বলেছে, ‘আমরাও পারি। আমরাও এখন ইতিহাস।’
ফুটবল থেকে ক্রিকেট—ইংল্যান্ড, বেলজিয়াম থেকে শুরু করে অস্ট্রেলিয়া, ভারত—এই মৌসুমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ট্রফি জয়ের আরাধ্যের মুহূর্তের দেখা পেয়েছে সেই সব দল, যারা তৃষ্ণার্ত হয়ে ছিল দিনের পর দিন, বছরের পর বছর। যা আবার কারও জন্য ছিল কখনোই না পাওয়ার দুঃখ। যাদের কণ্ঠস্বরে ছিল কেবল আক্ষেপ আর হাহাকারের শব্দ, তাদের গলায় এবার প্রতিধ্বনিত হয়েছে বিজয়ের জয়গান। ২০২৫ হয়ে উঠেছে সেই বছর, যখন না পাওয়ারা পেয়েছে, অপেক্ষারা ছুঁয়েছে পূরণের শিখর। আর অসমাপ্ত গল্পগুলো শেষ হয়েছে এক সোনালি পরিসমাপ্তিতে।
এমন পূর্ণতার অনুভূতি কী, বিরাট কোহলিকেই জিজ্ঞেস করে দেখুন। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় তারকা। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি—আন্তর্জাতিক অঙ্গনে প্রায় সব জিতেছেন। কিন্তু আইপিএল ট্রফি ছিল না। ছিল না আসলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরই।
২০০৮ সালে আইপিএল শুরুর প্রথম দিন থেকেই একসঙ্গে পথচলা বেঙ্গালুরু ও কোহলির। ১৭ বছরের দীর্ঘ পথচলায় তিনবার ফাইনালে উঠলেও ট্রফি অধরাই ছিল। অথচ বছর চারেক আগে আইপিএলে নাম লেখানো দলেরও ট্রফি আছে।
দেড় যুগে প্রথমবার আইপিএল ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন