অপেক্ষারও একদিন শেষ হয়, মুখে ফোটে সোনালি হাসি
Published: 5th, June 2025 GMT
অপেক্ষারও একদিন শেষ হয়।
পথ যতই দীর্ঘ হোক, যতটা নীরব হোক প্রহর, এক সময় ঠিকই আসে সেই মুহূর্ত—যখন ক্লান্ত চোখের সামনে সত্যি দাঁড়ায় বহুদিনের দেখা স্বপ্ন।
যে স্বপ্ন, যে গল্পগুলো বারবার থেমে গিয়েছিল মাঝপথে, প্রান্তে, প্রায় শেষে—মুখ থুবড়ে পড়েছিল সম্ভাবনার নিষ্ফল প্রতীক্ষা নিয়ে; সেই গল্পগুলোই এবার জেগে উঠেছে, লিখেছে নতুন ইতি। জয়ের শেষবিন্দু ছুঁয়ে বলেছে, ‘আমরাও পারি। আমরাও এখন ইতিহাস।’
ফুটবল থেকে ক্রিকেট—ইংল্যান্ড, বেলজিয়াম থেকে শুরু করে অস্ট্রেলিয়া, ভারত—এই মৌসুমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ট্রফি জয়ের আরাধ্যের মুহূর্তের দেখা পেয়েছে সেই সব দল, যারা তৃষ্ণার্ত হয়ে ছিল দিনের পর দিন, বছরের পর বছর। যা আবার কারও জন্য ছিল কখনোই না পাওয়ার দুঃখ। যাদের কণ্ঠস্বরে ছিল কেবল আক্ষেপ আর হাহাকারের শব্দ, তাদের গলায় এবার প্রতিধ্বনিত হয়েছে বিজয়ের জয়গান। ২০২৫ হয়ে উঠেছে সেই বছর, যখন না পাওয়ারা পেয়েছে, অপেক্ষারা ছুঁয়েছে পূরণের শিখর। আর অসমাপ্ত গল্পগুলো শেষ হয়েছে এক সোনালি পরিসমাপ্তিতে।
এমন পূর্ণতার অনুভূতি কী, বিরাট কোহলিকেই জিজ্ঞেস করে দেখুন। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় তারকা। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি—আন্তর্জাতিক অঙ্গনে প্রায় সব জিতেছেন। কিন্তু আইপিএল ট্রফি ছিল না। ছিল না আসলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরই।
২০০৮ সালে আইপিএল শুরুর প্রথম দিন থেকেই একসঙ্গে পথচলা বেঙ্গালুরু ও কোহলির। ১৭ বছরের দীর্ঘ পথচলায় তিনবার ফাইনালে উঠলেও ট্রফি অধরাই ছিল। অথচ বছর চারেক আগে আইপিএলে নাম লেখানো দলেরও ট্রফি আছে।
দেড় যুগে প্রথমবার আইপিএল ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আন্দোলনে রাজধানীতে ‘অনাকাঙ্ক্ষিত’ যানজট, ডিএমপির দুঃখপ্রকাশ
বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকার সড়কগুলো অবরোধ করে যে আন্দোলন হচ্ছে, তাতে যানজট বাড়ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় ডিএমপি।
আরো পড়ুন:
খেতুরে এবার ব্যাপক দর্শনার্থী সমাগম, দীর্ঘ যানজট
যানজটে আটকা পড়লেন সড়ক উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিও ভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।”
“শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।”
ঢাকা/মাকসুদ/সাইফ