ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট: খালেদ হোসেন
Published: 7th, June 2025 GMT
বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, “নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এখন পর্যন্ত ডিসেম্বরে নির্বাচন নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট।”
তিনি বলেন, “শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার ব্যাখ্যাটি ভুল। বিএনপির সঙ্গে ৩৬টি দল আছে, যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।”
শনিবার (৭ জুন) সকাল ৮টায় জেলা শহরের কাজীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
জানুয়ারির মধ্যে সরকার নির্বাচন দিতে পারত: সালাহউদ্দিন
চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল
খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “গত বছরের ৫ আগস্ট থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত একটা লম্বা সময়। এই সময় যথেষ্ঠ সংস্কারের জন্য। আমার মনে হয়, সংস্কার যদি করতে হয়; এক বছরই যথেষ্ঠ। অন্তর্বর্তীকালীন সরকার সময় নষ্ট করছে। এটাও আমাদের কাছে প্রশ্নবিদ্ধ।”
আগামী এপ্রিলে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে সংগঠনের দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো.
কাজীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ জামাতে ইমামতি করেন জেলা জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবু বক্কর। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মুনাজাত করা হয়।
নমাজে জেলা প্রশাসক মো. দিদারুল আলম, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মুবারক হোসেন আকন্দ, এনসিপির যুগ্ম মূখ্য সংগঠক মো. আতাউল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ড স ম বর ব এনপ র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন