দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: হাসনাত আব্দুল্লাহ
Published: 7th, June 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশ গড়ার দায়িত্ব সবার। তাই দেশের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপনের সময় শনিবার কুমিল্লার দেবিদ্বারে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। উপজেলার ১৪ জন শহীদ ও ৬০ জন আহত ব্যক্তির পরিবারের সদস্যদের নিয়ে এদিন চারটি গরু কোরবানি দেন তিনি।
দেবিদ্বার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের পর নিউ মার্কেট এলাকায় কোরবানিতে অংশে নেন। পরে নিজ হাতে মাংস বিতরণ করেন ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত এনসিপির এই নেতা। বৃষ্টির মধ্যেও হাসনাত আব্দুল্লাহ শহীদ পরিবারগুলোর ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নেন। পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানান তিনি।
হাসনাত আব্দুল্লাহ এ সময় বলেন, ‘শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের যে পরিস্থিতি, সেখানে আজ আমরাও থাকতে পারতাম। এই দেশ গড়ার মধ্যদিয়েই যেন তাদের রক্তের ঋণ শোধ করতে পারি।’
রাজনীতির সামগ্রিক প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, যদি আগামী এপ্রিল মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তার আগে, জুলাইয়ের মধ্যে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র ও ‘জুলাই সনদ’ দিতে হবে। একই সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে সুষ্ঠু ভোটের পথ তৈরি করতে হবে।’
এ সময় তার সঙ্গে এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন