জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশ গড়ার দায়িত্ব সবার। তাই দেশের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপনের সময় শনিবার কুমিল্লার দেবিদ্বারে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। উপজেলার ১৪ জন শহীদ ও ৬০ জন আহত ব্যক্তির পরিবারের সদস্যদের নিয়ে এদিন চারটি গরু কোরবানি দেন তিনি। 

দেবিদ্বার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের পর নিউ মার্কেট এলাকায় কোরবানিতে অংশে নেন। পরে নিজ হাতে মাংস বিতরণ করেন ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত এনসিপির এই নেতা। বৃষ্টির মধ্যেও হাসনাত আব্দুল্লাহ শহীদ পরিবারগুলোর ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নেন। পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানান তিনি।

হাসনাত আব্দুল্লাহ এ সময় বলেন, ‘শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের যে পরিস্থিতি, সেখানে আজ আমরাও থাকতে পারতাম। এই দেশ গড়ার মধ্যদিয়েই যেন তাদের রক্তের ঋণ শোধ করতে পারি।’

রাজনীতির সামগ্রিক প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, যদি আগামী এপ্রিল মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তার আগে, জুলাইয়ের মধ্যে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র ও ‘জুলাই সনদ’ দিতে হবে। একই সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে সুষ্ঠু ভোটের পথ তৈরি করতে হবে।’

এ সময় তার সঙ্গে এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ব র এনস প

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ