সাভারে ট্যানারিতে এসেছে ৩ লাখ ৬৯ হাজার কোরবানির পশুর চামড়া
Published: 8th, June 2025 GMT
ঢাকার সাভারের হেমায়েতপুরের হরিণধরায় চামড়াশিল্প নগরের ট্যানারিগুলোতে গতকাল শনিবার দুপুর থেকে কোরবানির পশুর কাঁচা চামড়া আসতে শুরু করে। রোববার রাত ৮টা পর্যন্ত এ শিল্পনগরে সাড়ে তিন লাখের বেশি কাঁচা চামড়া এসেছে।
বিসিক চামড়াশিল্প নগরের নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান জানান, শনিবার পবিত্র ঈদুল আজহার দিনে দুপুর সাড়ে ১২টার দিক থেকে চামড়াশিল্প নগরীতে কাঁচা চামড়া নিয়ে ট্রাক প্রবেশ করতে শুরু করে। আজ রোববার রাত ৮টা পর্যন্ত ১ হাজার ৫৭৩টি ট্রাকে ৩ লাখ ৬৯ হাজার কাঁচা চামড়া এসেছে। ধীরে ধীরে চামড়াবাহী ট্রাক আসার সংখ্যা কমছে।
গতকাল দুপুরের পর থেকে চামড়াশিল্প নগরের বিভিন্ন ট্যানারিতে কোরবানির পশুর চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। ঢাকার বিভিন্ন এলাকার মাদ্রাসা, এতিমখানা, আড়তদার ও মৌসুমি ব্যবসায়ীর কাছ থেকে এসব কাঁচা চামড়া সংগ্রহ করছেন ট্যানারির মালিকেরা।
চামড়াশিল্প নগরে চামড়া প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িত মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, কাঁচা চামড়া সংগ্রহের পর এখন লবণ দেওয়া হচ্ছে। এরপর ধাপে ধাপে অন্যান্য প্রক্রিয়া শেষ করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে