ট্রাম্প প্রশাসন ৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন দাতব্য সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) সব বিদেশি শাখার কার্যক্রম বাতিল করবে। 

মঙ্গলবার গার্ডিয়ান মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি নথি বিশ্লেষণ করে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংস্থার সম্পূর্ণ আন্তর্জাতিক কর্মীবাহিনী বাতিল করার নির্দেশ দিয়েছেন, বিদেশী সহায়তা কর্মসূচির নিয়ন্ত্রণ সরাসরি পররাষ্ট্র দপ্তরের কাছে হস্তান্তর করেছেন।

এই নির্দেশিকা বিশ্বব্যাপী ইউএসএইডের হাজার হাজার কর্মীর উপর প্রভাব ফেলবে, যার মধ্যে ১০০টিরও বেশি দেশের বিদেশী পরিষেবা কর্মকর্তা, ঠিকাদার এবং স্থানীয়ভাবে নিযুক্ত কর্মীরাও অন্তর্ভুক্ত। মার্কিন দূতাবাসের মিশন প্রধানদের চার মাসের মধ্যে ব্যাপক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

নথিতে বলা হয়েছে.

“পররাষ্ট্র বিভাগ জাতীয় নিরাপত্তা সিদ্ধান্ত নির্দেশিকা ৩৮ এর অধীনে ইউএসএইডেরব সব বিদেশী অবস্থান বাতিল করার জন্য পদ্ধতিগুলোকে সহজতর করছে।”

রুবিও মার্চ মাসে ঘোষণা দিয়েছিলেন, বিশ্বব্যাপী সংস্থার ৬ হাজার ২০০ কর্মসূচির মধ্যে ৫ হাজার ২০০টি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকী কর্মসূচিগুলো পররাষ্ট্র দপ্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০ জানুয়ারি হোয়াইট হাউসে ফিরে ট্রাম্পের প্রথম দিনেই একটি নির্বাহী আদেশের পর এই বন্ধের ঘটনা ঘটে। পর্যালোচনার জন্য অপেক্ষারত বিদেশী সহায়তা স্থগিত করা হয়েছিল।

পরবর্তীতে মানবিক সহায়তার জন্য মওকুফ ঘোষণা করা হলেও ১ ফেব্রুয়ারি ইউএসএইডের ওয়েবসাইট অদৃশ্য হয়ে যায়। এরপর সংস্থাটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। এ ঘটনার দুদিন পরে কর্মীরা একটি ইমেল পান যাতে তাদের কর্মস্থলে না আসতে বলা হয়।

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউএসএইড র পরর ষ ট র র জন য

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ