ট্রাম্প প্রশাসন ৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন দাতব্য সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) সব বিদেশি শাখার কার্যক্রম বাতিল করবে। 

মঙ্গলবার গার্ডিয়ান মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি নথি বিশ্লেষণ করে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংস্থার সম্পূর্ণ আন্তর্জাতিক কর্মীবাহিনী বাতিল করার নির্দেশ দিয়েছেন, বিদেশী সহায়তা কর্মসূচির নিয়ন্ত্রণ সরাসরি পররাষ্ট্র দপ্তরের কাছে হস্তান্তর করেছেন।

এই নির্দেশিকা বিশ্বব্যাপী ইউএসএইডের হাজার হাজার কর্মীর উপর প্রভাব ফেলবে, যার মধ্যে ১০০টিরও বেশি দেশের বিদেশী পরিষেবা কর্মকর্তা, ঠিকাদার এবং স্থানীয়ভাবে নিযুক্ত কর্মীরাও অন্তর্ভুক্ত। মার্কিন দূতাবাসের মিশন প্রধানদের চার মাসের মধ্যে ব্যাপক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

নথিতে বলা হয়েছে.

“পররাষ্ট্র বিভাগ জাতীয় নিরাপত্তা সিদ্ধান্ত নির্দেশিকা ৩৮ এর অধীনে ইউএসএইডেরব সব বিদেশী অবস্থান বাতিল করার জন্য পদ্ধতিগুলোকে সহজতর করছে।”

রুবিও মার্চ মাসে ঘোষণা দিয়েছিলেন, বিশ্বব্যাপী সংস্থার ৬ হাজার ২০০ কর্মসূচির মধ্যে ৫ হাজার ২০০টি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকী কর্মসূচিগুলো পররাষ্ট্র দপ্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০ জানুয়ারি হোয়াইট হাউসে ফিরে ট্রাম্পের প্রথম দিনেই একটি নির্বাহী আদেশের পর এই বন্ধের ঘটনা ঘটে। পর্যালোচনার জন্য অপেক্ষারত বিদেশী সহায়তা স্থগিত করা হয়েছিল।

পরবর্তীতে মানবিক সহায়তার জন্য মওকুফ ঘোষণা করা হলেও ১ ফেব্রুয়ারি ইউএসএইডের ওয়েবসাইট অদৃশ্য হয়ে যায়। এরপর সংস্থাটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। এ ঘটনার দুদিন পরে কর্মীরা একটি ইমেল পান যাতে তাদের কর্মস্থলে না আসতে বলা হয়।

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউএসএইড র পরর ষ ট র র জন য

এছাড়াও পড়ুন:

মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।

আরো পড়ুন:

নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা

মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”

শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।

ঢাকা/রাহাত/রাসেল

সম্পর্কিত নিবন্ধ