Samakal:
2025-08-01@01:59:39 GMT

আজ মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা

Published: 10th, June 2025 GMT

আজ মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা

সাগরে মাছ আহরণের ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বুধবার রাত ১২টায়। উপকূলীয় এলাকায় হাজারো জেলে এদিন যাত্রা করবেন মাছ ধরতে। যদিও নিষেধাজ্ঞার মধ্যেই অসাধু জেলেরা সাগরে মাছ ধরেছেন। তারা মাছ ধরে ফেরায় বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণকেন্দ্র বেশ কিছুদিন ধরেই জমজমাট। 
জেলেসহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে সাগরে মাছ আহরণের ওপর বছরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা পালন শুরু হয়। গত বছর পর্যন্ত এর সময়সীমা ছিল ২০ মে থেকে ২৩ জুলাই। জেলেদের দাবির মুখে এবার ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল শুরু হয়েছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, যা চলবে ১১ জুন রাত পর্যন্ত।
জেলেদের অভিযোগ, ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটিতে প্রশাসনে শিথিলতা ছিল। এই সুযোগ নিয়েছেন অসাধু মাছ ব্যবসায়ীরা। ৩ জুন থেকে এসব ব্যবসায়ীর ট্রলার গভীর সাগরে যাওয়া শুরু করে। তারা মাছ নিয়ে ফিরছেন দু’দিন ধরে। 
৩ জুন সাগরে গিয়ে সোমবার তীরে ফেরেন জেলে হাবিবুর রহমান। তাঁর ভাষ্য, ৬ লাখ টাকার মাছ বিক্রি করেছেন। তবে এতে প্রায় দেড় লাখ টাকা লোকসান হয়েছে। হাবিবুরের অভিযোগ, বরফকল মালিকরা সিন্ডিকেট করে প্রতিক্যান বরফের দাম ১৩০ টাকার জায়গায় ২০০ টাকা রেখেছে। প্রশাসন ‘ম্যানেজের’ নামে একটি চক্র ট্রলারপ্রতি চাঁদা নিয়েছে ১৫-২০ হাজার টাকা। তাই মাছ বিক্রি করে লাভ হয়নি। 
পাথরঘাটা বরফকল মালিক সমিতির কোষাধ্যক্ষ মেহের কান্তি সিন্ডিকেটের বিষয় অস্বীকার করেন। লোডশেডিংসহ অন্যান্য কারণে বরফের উৎপাদন খরচ বেড়েছে। তাই দাম বাড়িয়েছেন তারা। 
জেলে ইউসুফ মাঝি মনে করেন, গত বছর পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা পালনও নামমাত্র ছিল, এবারও একই ঘটনা ঘটেছে। প্রশাসন ‘ম্যানেজ’ করে বহু ট্রলার সাগরে গিয়ে মাছ শিকার করেছে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, তাদের আন্দোলনের কারণেই সরকার ভারতের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞার সময় দিয়েছে। এর পরও অনেকে এই নিষেধাজ্ঞা মানছেন না। বিষয়টি দুঃখজনক। 
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো.

আলফাজ উদ্দিন শেখ বলেন, গভীর সাগরে মাছ আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা আজ বুধবার মধ্যরাতে শেষ হবে। নিষেধাজ্ঞার মধ্যেই সাগরে মাছ ধরার বিষয়ে প্রশ্ন করলে মঙ্গলবার সন্ধ্যায় তিনি দাবি করেন, এ বিষয়ে তাঁর জানা নেই।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম

১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক

সম্পর্কিত নিবন্ধ