রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ছেড়েছেন ৫২ জন জুলাই যোদ্ধা। বর্তমানে তাদের আরও তিনজন প্রতিনিধি হাসপাতালটিতে আছেন। চার তলায় ভেতর থেকে তালা দিয়ে তারা অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের সঙ্গে কথা বলতে চাইলেও তা সম্ভব হচ্ছে না। মঙ্গলবারও হাসপাতালটির জরুরি বিভাগ ছাড়া অন্য সব বিভাগ বন্ধ ছিল। ফলে রোগী ভর্তি কিংবা পরীক্ষা নিরীক্ষা ও অস্ত্রোপচার হয়নি। দেশের বিভিন্ন জেলা থেকে রোগীরা চিকিৎসার জন্য এলেও জরুরি বিভাগে সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। এ অবস্থায় গত দুই সপ্তাহেও কাটেনি অচলাবস্থা। 

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। গত ২৮ মে থেকে হাসপাতালটির পুরো চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। এক সপ্তাহ পর স্বল্প পরিসরে জরুরি বিভাগ চালু হলেও এখন পর্যন্ত বাকি বিভাগগুলো চালু হয়নি। 

কুমিল্লার দেবীদ্বারের বাসিন্দা আবদুল মান্নান চোখের চিকিৎসা করাতে এসেছেন। তিনি জানান, বেশ কিছুদিন থেকে তাঁর ডান চোখ একদিকে টান লাগে। তীব্র ব্যথায় তাঁর মুখ ডান দিকে বাঁকা হয়ে আসে। কিন্তু জরুরি বিভাগ থেকে তিনি কোনো চিকিৎসা পাননি।

জরুরি বিভাগের নার্সদের সঙ্গে কথা বলে জানা যায়, একান্ত জরুরি ছাড়া অন্য রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এ জন্য অনেক রোগীকে চিকিৎসা ছাড়াই ফিরে যেতে হচ্ছে। সেবা পুরোপুরি চালু হলে সব রোগী আবারও চিকিৎসা পাবেন। বহির্বিভাগে চিকিৎসা প্রয়োজন, এমন অধিকাংশ রোগীই ফেরত যাচ্ছেন।

জুলাই যোদ্ধা রোহান মাহমুদ বলেন, ‘ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। দু-একদিনের মধ্যে আবার হাসপাতালে ফিরব। আমার মতো অধিকাংশ আহতই দু-একদিনের মধ্যে হাসপাতালে ফিরবেন। আমাদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সাতজনের তালিকা প্রস্তুত হয়েছে। বাকিদেরও বিদেশ পাঠাতে হবে।’

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা.

জানে আলমের দাবি, জরুরি বিভাগ চালু আছে। আজ (মঙ্গলবার) ৬৬ জনকে সেবা দিয়েছি। এর মধ্যে আটটি জরুরি অস্ত্রোপচার করেছি। সংকট নিরসন করে আগামী শনিবার থেকে সব সেবা চালুর চেষ্টা চলছে। আহত রোগীরা বিশেষায়িত ওয়ার্ডের ফটকে তালা দিয়ে ভেতরে অবস্থান করছেন। তারা পাঁচজনের খাবার নিয়েছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ল ই অভ য ত থ ন

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ