প্রশ্ন: আমার ১১ মাসের প্রেমিকা অন্যের সঙ্গে পালিয়ে গেছে। এই ১১ মাস সে আমার পরিবারের সঙ্গেও মেলামেশা করেছে। আমাদের বাড়িতেও তার যাতায়াত ছিল। এর মধ্যে এক মাস আগে আমি ঢাকায় আসি চাকরি করতে। এ সময় সে আরেকটি ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তার এই দ্বিতীয় প্রেমের কথা তার পরিবারও জানত না। অথচ তার জোরাজুরিতেই আমি চাকরিতে ঢুকেছিলাম।

এখন শুনছি সে ওই ছেলের সঙ্গেও দীর্ঘদিন ধরে প্রেম করেছে। মানে আমাদের সঙ্গে ডাবল টাইমিং করেছে। ছেলেটি তিন বছর পর কোরিয়া থেকে দেশে ফিরেই মেয়েটিকে বিয়ে করেছে বলে জেনেছি। অথচ আমাদের প্রেমের কথা সবাই জানত। আমরা এই ১১ মাসে পাঁচ-ছয়বার ঘনিষ্ঠ হয়েছি। আমি সামাজিকভাবে এখন অপদস্থ হচ্ছি। মেয়েটি আমার সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় আনুমানিক ২০ হাজার টাকার মতো নগদ নিয়েছে, তবে সেটা কয়েকবারে। আমি এখন মেয়েটির নামে মামলা করতে পারব? পরামর্শ চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক

উত্তর: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি জানিয়েছেন, আপনি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। পরে সে আরেকটি ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেছে। বিভিন্ন সময় আপনি প্রেমিকাকে টাকা দিয়েছেন। আইনে প্রেমে প্রতারণাবিষয়ক প্রত্যক্ষ কোনো ধারা বা অনুচ্ছেদ নেই। প্রেম বা বিয়ে যেকোনো ক্ষেত্রে ভাঙন আসতেই পারে। তবে দুই পক্ষের উচিত ছিল সম্মানজনকভাবে সেটি থেকে বেরিয়ে আসা। যদি আপনার মনে হয় মেয়েটি অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে এবং প্রতারণার মাধ্যমে আপনাকে ঠকিয়েছে, তবে সে ক্ষেত্রে প্রমাণ সাপেক্ষে আইনগত প্রতিকার পেতে পারেন।

আইনের সংজ্ঞা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি প্রতারণামূলক বা অসাধু উপায়ে কোনো ব্যক্তিকে কোনো অর্থসম্পত্তি প্রদানে প্ররোচিত করেন, তাহলে তা হবে প্রতারণা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে এমন কোনো কাজ করতে বা করা থেকে বিরত থাকতে প্ররোচিত করেন, যার ফলে ওই ব্যক্তির শরীর, মন বা সম্পত্তির ক্ষতির আশঙ্কা থাকে; তাহলে সেটি প্রতারণা হবে।

দণ্ডবিধির ৪১৫ ধারায় বলা আছে, ‘কোনো ব্যক্তি যদি অসৎ উদ্দেশ্যে কারও ওপর প্রভাব বিস্তার করে তাঁর কাছ থেকে কোনো কিছু আদায় করেন, সেটা ওই ব্যক্তির সম্মতি সাপেক্ষে হলেও প্রতারণা হবে। এ অপরাধের জন্য এক বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।’

আরও পড়ুনপ্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে আবার ফিরে এসেছেন স্ত্রী২৮ আগস্ট ২০২৪

প্রেমিকা আপনার বিশ্বাস অর্জন করে তারপর আপনার অর্থ বা সম্পদ হাতিয়ে নিয়েছে, আদালতে এ বিষয়টি যদি প্রমাণ করতে পারেন তবে তার জন্য আইনি প্রতিকার রয়েছে। তবে এ ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে মেয়েটি অর্থ আত্মসাৎ ও প্রতারণার উদ্দেশ্য নিয়েই আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল। টাকা ফেরত পাওয়ার জন্য দেওয়ানি ও ফৌজদারি উভয় আদালতেই আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হলে মানি মোকদ্দমা দায়ের করতে হবে। তবে এ ক্ষেত্রে দাবি করা টাকার অনুপাতে কোর্ট ফি দাখিল করতে হয়। ফৌজদারি আদালতের আশ্রয় নিতে হলে প্রতারণা এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে সিআর (নালিশি) মামলা করা যায়। এ ছাড়া থানায় এজাহার হিসেবেও মামলা দায়েরের সুযোগ রয়েছে। আদালতে সরাসরি মামলা দায়ের করলে আদালত জবানবন্দি নিয়ে সরাসরি সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। তবে প্রয়োজন ছাড়া হয়রানিমূলক মামলা না করার পরামর্শ থাকবে।

আশা করি, আপনার উত্তর পেয়েছেন।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

পাঠকের প্রশ্ন পাঠানো যাবে ই–মেইলে, ডাকে এবং প্র অধুনার ফেসবুক পেজের ইনবক্সে। ই–মেইল ঠিকানা: [email protected] (সাবজেক্ট হিসেবে লিখুন ‘পাঠকের প্রশ্ন’) ডাক ঠিকানা : প্র অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। (খামের ওপর লিখুন ‘পাঠকের প্রশ্ন’) ফেসবুক পেজ: fb.

com/Adhuna.PA

আরও পড়ুনএখন শুনি, প্রেমিকা আমার সেই বন্ধুকে এক বছর আগেই বিয়ে করেছে ০৭ ফেব্রুয়ারি ২০২৪

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য ১১ ম স আপন র

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বর জকসু নির্বাচন না হলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হবে: আপ বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ২৭ নভেম্বরেই অনুষ্ঠিত না হলে তা শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের প্রতারণা বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ। এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরে সংগঠনটি।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

দাবিগুলো হলো— আসন্ন জকসু নির্বাচন ২৭ নভেম্বরেই অনুষ্ঠিত করতে হবে; নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে; নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা ও স্বাধীনতা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে; সব সংগঠনকে সমান সুযোগ দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে; অরাজনৈতিক, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও জবির প্রধান সংগঠক মাসুদ রানা বলেন, “আমরা যখন জকসুর দাবিতে অনশন করছিলাম, তখন প্রশাসন ২৭ নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়ে আমাদের অনশন ভাঙিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, একটি মহল নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে।”

তিনি বলেন, “ডিসেম্বর মাসে ভর্তি পরীক্ষা ও বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা থাকায় ওই মাসে নির্বাচন অসম্ভব। তাই ২৭ নভেম্বরই জকসু নির্বাচনের উপযুক্ত সময়।”

তিনি আরো বলেন, “আমরা জানতে চাই, নির্বাচন পেছানোর মধ্য দিয়ে জকসু নির্বাচন ভণ্ডুল করার কোনো প্রক্রিয়া চলছে কিনা। পুরান ঢাকাকে অস্থিতিশীল করে একটি মহল নির্বাচন পণ্ড করতে চায়। শিক্ষার্থীদের জীবনের প্রথম ভোট হবে জকসু নির্বাচন—তা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।”

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ