অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক যে চিঠি পাঠিয়েছেন, তা পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা একটি চিঠি পেয়েছি। চিঠির বিষয়টি আইনি এবং এটি আইনিভাবে সমাধান করা হবে।

তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপে টিউলিপ সিদ্দিক ছিলেন না।

প্রেস সচিব শফিকুল আলমের কাছে টিউলিপের চিঠির প্রসঙ্গে জানতে চান লন্ডনের এক সাংবাদিক। জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে, সোমবার (৯ জুন) চার দিনের সফরে যুক্তরাজ্যে যান প্রধান উপদেষ্টা। এ সফরেই তার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা জানিয়ে চিঠি পাঠান টিউলিপ। চিঠিতে তিনি ড.

ইউনূসকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলে চা পানের আমন্ত্রণ জানান।

টিউলিপের চিঠি পাঠানোর সংবাদ বাংলাদেশের সংবাদমাধ্যমে আসে আগেরদিন রোববার (৮ জুন)। প্রধান উপদেষ্টার সফর শুরুর একদিন আগে। সেদিন অবশ্য প্রেস সচিব সংবাদমাধ্যমকে বলেছিলেন, আমরা এখন পর্যন্ত তার কোনো চিঠি হাতে পাইনি।

উৎস: Samakal

কীওয়ার্ড: ট উল প স দ দ ক ট উল প

এছাড়াও পড়ুন:

জামিনে মুক্ত গানবাংলার তাপস

সাত মাসের বেশি সময় কারাবন্দী থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস। আজ বুধবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পেয়েছেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক (সিনিয়র জেল সুপার) সুরাইয়া আক্তার।

সুরাইয়া আক্তার প্রথম আলোকে বলেন, উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের কাগজপত্র যাচাই করার পর কৌশিক হোসেন তাপসকে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গুলশান থানার পৃথক দুটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান কৌশিক হোসেন। পরে জামিননামা আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জমা দেওয়া হয়। আদালত থেকে পরে কারাগারে জামিনের কাগজ পাঠানো হয়।

এর আগে গত বছরের ৩ নভেম্বর তাপস গ্রেপ্তার হন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হত্যার কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

সম্পর্কিত নিবন্ধ