ভ্যাপসা গরম থাকতে পারে জুনের মাঝামাঝি পর্যন্ত
Published: 11th, June 2025 GMT
দেশের বিভিন্ন অঞ্চলে এখন মৃদু তাপপ্রবাহ বইছে। বেলা গড়ানোর পর থেকেই রোদের তাপ বাড়ছে। প্রচণ্ড গরমে বেশি দুর্ভোগ পোহাচ্ছে খেটেখাওয়া মানুষ। তবে আবহাওয়া অধিদপ্তর কিছুটা সুখবর দিয়েছে। বলেছে, গরমের আঁচ আজ বুধবার থেকে কমে আসতে পারে।
তাপমাত্রা কমলেও ভ্যাপসা গরমের জন্য অস্বস্তি থাকছেই। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, এর মধ্যেই থেমে থেমে বৃষ্টি ঝরবে। গতকাল মঙ্গলবার দেশের চারটি বিভাগ এবং ছয়টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আজ থেকে তাপপ্রবাহের বিস্তার কমে গরমের তেজ কমে ৩৬ ডিগ্রির নিচে নামলেও বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর গরমটা থাকবে। চলতি মাসের মাঝামাঝি এ অবস্থাটা কাটতে পারে।
তিনি বলেন, আজ থেকে বৃষ্টিপাত একটু বাড়বে। তবে সেটাও অল্প। হয়তো দিনের একটা সময় বৃষ্টি হবে। এর পর থেমে গিয়ে অস্বস্তিকর অবস্থাটা থাকবে। একনাগাড়ে হবে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। যে কারণে বৃষ্টিপাতের প্রবণতা কম।
ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী, পটুয়াখালী জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা। আর সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে রাঙামাটিতে ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর হাতিয়ায়; ২৪ মিলিমিটার। এ ছাড়া, চট্টগ্রামে ১৮ মিলিমিটার, শ্রীমঙ্গলে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গরম
এছাড়াও পড়ুন:
স্টোর রেন্ট ফাঁকি দিয়ে যন্ত্রপাতি খালাস, প্রতারক চক্রের হোতা গ্রেপ্তার
স্টোর রেন্ট ফাঁকি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে যন্ত্রপাতি খালাসের প্রতারণায় জড়িত চক্রের হোতা তৌহিদুল ইসলাম শুভকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাজধানীর সোবহানবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে স্টোর রেন্ট ফাঁকি দেওয়ার প্রক্রিয়ায় জড়িত বলে জানা গেছে।
শুভ নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিতেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে মেজর পদের ভুয়া পরিচয়পত্র, ভিজিটিং কার্ড, আটটি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড, বিভিন্ন ব্যাংকের চেক বই এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়। শুভর বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় প্রতারণাসহ দুটি এবং রাজশাহীর বোয়ালিয়া থানায় প্রতারণার দুটি মামলার তথ্য পাওয়া যায়। এ ছাড়া গোয়ালন্দ থানায় একটি সাজা পরোয়ানাসহ চারটি পরোয়ানার তথ্য পাওয়া গেছে।
সিআইডি জানায়, বসুন্ধরা মাল্টি স্টিল কোম্পানি লিমিটেড মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য বিশেষ সুবিধায় ১৩৯টি কন্টেইনারে মূল্যবান যন্ত্রপাতি আমদানি করে। তবে যথাসময়ে খালাস না হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে বসুন্ধরা কোম্পানির প্রায় ৯২ কোটি টাকা স্টোর রেন্ট বকেয়া পড়ে। এর পরিপ্রেক্ষিতে বসুন্ধরা মাল্টি স্টিল কোম্পানী রেন্ট মওকুফের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় বরাবর আবেদন করে। সেটি বিবেচনাধীন থাকাকালে বসুন্ধরা গ্রুপ অব কোম্পানির সিনিয়র ম্যানেজার ফয়েজুর রহমান প্রতারক চক্রের সদস্য আবু হানিফা ও আমিনুল ইসলামের কাছ থেকে একটি রেন্ট মওকুফের চিঠি পান। তিনি সেটি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে যন্ত্রপাতি খালাসের চেষ্টা চালান। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগাযোগ করে জানতে পারে মওকুফের চিঠিটি জাল। এ বিষয়ে নিশ্চিত হয়ে বন্দর কর্তৃপক্ষ গত ১৫ মে একটি মামলা করে। এরপর সিআইডি চট্টগ্রাম জেলা ও মহানগরের ওপর তদন্তভার ন্যস্ত করা হয়। পরবর্তীতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সহায়তা ও তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত তৌহিদুল ইসলাম শুভকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মামলার পর সিআইডি বিভিন্ন সময়ে এই প্রতারক চক্রে যুক্ত ফয়েজুর রহমান, আবু হানিফা, আমিনুল ইসলাম ও রনি রাজ হোসেনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে হানিফা ও আমিনুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আমিনুলের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ছয়টি মামলা বিচারাধীন এবং রনি রাজের বিরুদ্ধে একটি নারী নির্যাতন ও একটি প্রতারণা মামলার তথ্য পাওয়া যায়।