Samakal:
2025-09-17@22:33:45 GMT

আমিরের সফরসঙ্গী জেনেলিয়া

Published: 12th, June 2025 GMT

আমিরের সফরসঙ্গী জেনেলিয়া

অভিনেতা ইমরান খানের বলিউড দুনিয়ায় টেনে এসেছিলেন তাঁর মামা বলিউড সুপারস্টার আমির খান। নিজেই প্রযোজনা করেছিলেন ভাগনের অভিষেক সিনেমা ‘জানে তু ইয়া জানে না’। তারুণ্যনির্ভর গল্পের এই সিনেমার জন্যই এক চটপটে তরুণীর সন্ধানে ছিলেন আমির। শেষমেশ তাঁর আতশ কাচের নিচে ধরা পড়েছিলেন জেনেলিয়া ডি’সুজা নামের তরুণী, যে বলিউডে পা রাখার আগেই দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছিলেন। মিষ্টি মুখ, নিষ্পাপ অভিব্যক্তি, সাবলীল অভিনয় থেকে শুরু করে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার অদিতি চরিত্রের জন্য আমির যেমন অভিনেত্রী চেয়েছিলেন, তার সবকিছু খুঁজে পেয়েছিলেন জেনেলিয়ার মাঝে। 

নায়িকা নির্বাচনে আমির যে ভুল করেননি, তা অনিন্দ্য অভিনয় দিয়ে প্রমাণ করেছিলেন জেনেলিয়া নিজেও। যার সুবাদে ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘জানে তু ইয়া জানে না’ অগণিত দর্শকের প্রিয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। 

এখন প্রশ্ন করতেই পারেন, হঠাৎ এ সিনেমা নিয়ে নতুন করে আলোচনা শুরুর কারণ কী? কারণ, দর্শককে চমকে দিতে আরও একবার জেনেলিয়াকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন আমির। এবার ভাগনে ইমরান নয়, আমির নিজেই তাঁর সিনেমার জন্য নতুন সফরসঙ্গী বেছে নিয়েছেন জেনেলিয়াকে। 

আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে তাদের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। যার সুবাদে তিন বছর পর সিনেমা পর্দায় দেখা মিলতে যাচ্ছে ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমিরের। একইভাবে জেনেলিয়াকেও অনেক দিন পর দেখা যাবে বলিউড সিনেমায়। এরই মধ্যে সিনেমাটি নিয়ে ইতিবাচক ও নেতিবাচক নানারকম কথা শোনা যাচ্ছে। ক’দিন আগে কিছু মানুষ এ সিনেমা বয়কটের ডাকও দিয়েছিলেন। তবে কোনো কিছুকে পাত্তা না দিয়ে সিনেমাটি মুক্তি দিতে বদ্ধপরিকর আমির ও তাঁর সিনেমার সহপ্রযোজক অপর্ণা পুরোহিত। 

এদিকে স্ক্রিনিংয়ের পর চলচ্চিত্র সমালোচকরাও এ সিনেমা নিয়ে আশার কথা শুনিয়েছেন। তাদের মতে, এ সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হলো এর গল্প। যেখানে দেখা যাবে এক বাস্কেটবল কোচ, একটি টুর্নামেন্টের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে একটি দল তৈরিতে লেগে পড়েন। এ কাজটি করতে গিয়ে একে একে জন্ম নিতে থাকে নানা ঘটনা। যে ঘটনাগুলো দারুণভাবে মনকে নাড়া দেবে। গল্প ছাড়াও সিনেমার শিল্পী নির্বাচনে আমির ও পরিচালক আরএস প্রসন্নের প্রশংসা করতেও দ্বিধা করেননি চলচ্চিত্র সমালোচকরা। আমির খান ও জেনেলিয়া দেশমুখের [অভিনেতা রিতেশ দেশমুখের সঙ্গে বিয়ের পর ডি’সুজা পদবি বদলে দেশমুখ হয়েছেন] পাশাপাশি এ সিনেমায় নতুন যে দশটি মুখের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, সেই আরুষ দত্ত, গোপীকৃষ্ণ বর্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুশ ভানসালি, আশিষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর সবাই দারুণ অভিনয় করেছেন বলে তাদের অভিমত। যে কারণে স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনিজ’-এর অনুপ্রেরণায় নির্মিত ‘সিতারে জমিন পার’ যে দর্শক মনে দাগ কাটবে– তা নিয়ে সংশয় নেই কারও মনে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম র খ ন র জন য

এছাড়াও পড়ুন:

প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরে সঙ্গী হচ্ছেন ফখরুল, তাহেরসহ চার রাজনীতিবিদ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর সফরসঙ্গী হিসেবে যাবেন চারজন রাজনীতিবিদ। তাঁরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহাসচিব আখতার হোসাইন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরের বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দেশের বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে চারজন রাজনীতিবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে একটি বাণিজ্যিক ফ্লাইটে ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে দেশ ছাড়বেন প্রধান উপদেষ্টা। ২২ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক পৌঁছাবেন। তিনি দেশে ফিরবেন ২ অক্টোবর।

২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জানিয়ে তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বিগত এক বছরে দেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছরের অধিবেশন বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘের সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। এই উচ্চ পর্যায়ের সভা থেকে যেন রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের একটি কার্যকর পরিকল্পনা উঠে আসে, সেজন্য আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গত মাসে কক্সবাজারে একটি অংশীদার সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ইউনূসের সফরসঙ্গী ফখরুল, তাহেরসহ ৪ রাজনীতিবিদ
  • প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরে সঙ্গী হচ্ছেন ফখরুল, তাহেরসহ চার রাজনীতিবিদ