টিউলিপের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন ড. ইউনূস
Published: 13th, June 2025 GMT
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার লন্ডন সফরকালে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনার জন্য ড.
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান, টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ‘আদালতের বিষয়’। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওপর তার আস্থা আছে।
দুর্নীতি দমন সংস্থা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তদন্ত করছে। টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার শাসনামলে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ এনেছে দুদক।
টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে বাংলাদেশি কর্তৃপক্ষ ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন টিউলিপ।
মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়ে দেওয়া চিঠিতে টিউলিপ উল্লেখ করেছিলেন, ‘দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতেও সহায়ক হতে পারে এই সাক্ষাৎ।’
ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিবিসি জানতে চেয়েছিল, তিনি তার চার দিনের যুক্তরাজ্য সফরকালে টিউলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না।
জবাবে মুহাম্মদ ইউনূস বলেন, “না, আমি দেখা করব না। কারণ, এটা একটা আইনি প্রক্রিয়া। আমি আইনি প্রক্রিয়ায় বাধা দিতে চাই না। প্রক্রিয়াটি চলতে থাকুক।”
টিউলিপ সিদ্দিক যুক্তি দিয়েছেন যে বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করেনি এবং তার আইনজীবীদের সাথে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
এই যুক্তিগুলির জবাবে ইউনূস বলেন, “এটি আদালতের বিষয়। মামলাটি চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত উপকরণ আছে কিনা বা বাতিল করবে কিনা সে ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে।”
বাংলাদেশের প্রসিকিউটরদের আরো স্বচ্ছ হতে হবে এবং সিদ্দিককে অন্যায়ের প্রমাণ সরবরাহ করতে হবে কিনা জানতে চাইলে ড. ইউনূস বলেন, “প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের দুর্নীতি দমন কমিশনের উপর আমার পূর্ণ আস্থা আছে এবং তারা সঠিক কাজ করছে।”
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট উল প স দ দ ক ট উল প র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন