যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ‘রাজনৈতিক বাহবা’ দেওয়ার বৈঠক ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল। আজ শনিবার চট্টগ্রামে জাতীয় যুবশক্তির জেলা সমন্বয় সভায় এ মন্তব্য করেন তিনি।

যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল বলেন, ‘বৈঠকে জুলাই সনদ–সংক্রান্ত কোনো কথা ছিল না, শহীদদের বিচার নিয়ে কোনো কথা ছিল না। আমি তাঁকে (প্রধান উপদেষ্টা) বলতে চাই, দুই হাজার শহীদের রক্তের ওপর দাঁড়ানো এই অন্তর্বর্তী সরকার। এই পবিত্র দায়িত্বের সঙ্গে বেইমানি করবেন না। অনেক রক্ত ঝরিয়ে আমরা দিল্লির প্রেসক্রিপশন থেকে মুক্তি পেয়েছি, এখন লন্ডনের প্রেসক্রিপশন নেওয়ার চেষ্টা ভুলেও করবেন না।’

আজ বিকেলে নগরের জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে সমন্বয় সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন ফরহাদ সোহেল। এ ছাড়া বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম, যুবশক্তির যুগ্ম সদস্যসচিব আবু সুফিয়ান ও ইসরাত জাহান।

নির্বাচন প্রসঙ্গে ফরহাদ সোহেল বলেন, ‘আপনারা জুলাই ঘোষণাপত্র দেবেন, মৌলিক সংস্কারের আলোকে জুলাই সনদের পরিকল্পনা দেবেন, সুষ্ঠু বিচারব্যবস্থা করবেন, সংস্কার করবেন; এরপর সেপ্টেম্বরে নির্বাচন দিন, আমাদের আপত্তি নেই। কিন্তু এগুলো করা লাগবে।’

বিএনপি ও অন্যান্য দলের উদ্দেশে তিনি বলেন, ‘৫ আগস্টের পর ১০৩ জন বিএনপির নেতা-কর্মী নিজেদের অন্তর্কোন্দলে মারা গেছে। যেখানে তাঁদের নিজেদের নেতা-কর্মীরা নিরাপদ বোধ করছে না, সাধারণ মানুষ কীভাবে সেখানে নিরাপদ বোধ করবে?’

যুবশক্তির যুগ্ম সদস্যসচিব নীলা আফরোজের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন এনসিপির উত্তর জেলার প্রতিনিধি একরামুল হক, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহতাব খান, তানজীদুর রহমান, আশরাফুল হক, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি মোহাম্মদ রুহান, মোহাম্মদ সাইফুল প্রমুখ। বক্তারা বলেন, ‘যুবশক্তির জন্য চট্টগ্রাম হবে একটি হাব। আমরা কিছুদিনের মধ্যে মানুষের কাছে পৌঁছে যাব। আমাদের রাজনীতি হবে পাড়া-মহল্লার রাজনীতি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফরহ দ স হ ল য বশক ত র করব ন

এছাড়াও পড়ুন:

বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম

১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক

সম্পর্কিত নিবন্ধ