ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৯
Published: 15th, June 2025 GMT
ইসরায়েলে ইরান আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। হামলায় ১৯ জন আহত হাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ইসরায়েলের বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে বলা হয়েছে। খবর বিবিসির।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে যে, তাদের অ্যারোস্পেস ফোর্স হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। এটি সামরিক অভিযান ট্রু প্রমিজ-৩-এর অংশ।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দাবি করা হয়েছে, আজ রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে তেহরান।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের পশ্চিমাঞ্চলের গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা এমডিএ। এ ছাড়াও হাইফা শহরে পাঁচজন আহত হয়েছেন।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, সেনা গোয়েন্দারা জানতে পেরেছে, তেহরান আজ রাতে আরও ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে।
ইসরায়েলের হামলার জবাবে গত শুক্রবার রাতে ইরান পাল্টা হামলা চালায়। আজ দ্বিতীয় দিনের মতো ইসরায়েলে হামলা চালাচ্ছে তেহরান।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন