বিশ্ব জয় করেছে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। লর্ডসে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ইতিহাস গড়া সেই জয় একটি বিশ্ব রেকর্ডও উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমাকে। টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টে সবচেয়ে সফল এখন বাভুমাই।

বাভুমা টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম টস করেছেন ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরিয়নে। সেই ম্যাচটি ৮৭ রানে জেতে দক্ষিণ আফ্রিকা। এরপর গতকাল শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালসহ মোট ১০টি টেস্টে অধিনায়কত্ব করেছেন বাভুমা। এই ১০ ম্যাচের ৯টিতেই জিতেছে তাঁর দল। অন্য ম্যাচটি হয়েছে ড্র।

২০২৪ সালে পোর্ট অব স্পেনে বৃষ্টিতে বারবার বন্ধ হওয়া ড্র ম্যাচে পুরো খেলা হতে পারলে কী ফল হতো, সেটি অবশ্য বলার উপায় নেই। পাঁচ দিনে ২৯৫ ওভার খেলা হতে পেরেছিল। বাভুমারা ফলের আশায় শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭৩ রান তুলেই ইনিংস ঘোষণা করেন। তাতে ম্যাচ জিততে ২৯৮ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা ৫ উইকেটে ২০১ রান তোলার পর শেষ হয়ে যায় খেলা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের স্মারক হাতে টেম্বা বাভুমা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম

১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক

সম্পর্কিত নিবন্ধ