রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার বেলা সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

আনোয়ারের স্বজনদের অভিযোগ, গত ৮ মে রাত আনুমানিক ১১টার দিকে বাড্ডার ভূঁইয়াবাড়ি টেকপাড়া এলাকায় নুরা পাগলা, শুটার সালাউদ্দিন, মাহিন, ইউসুফ, নয়নসহ কয়েকজন আনোয়ারকে পথরোধ করে মারধর করেন এবং পেটে গুলি করেন। গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করে তাঁকে একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবশেষে ১২ জুন আবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।

আনোয়ারের খালাতো ভাই আবদুল জব্বার বলেন, আনোয়ার আগে কাপড়ের ব্যবসা করতেন। পরে তিনি নির্মাণসামগ্রীর ঠিকাদারি শুরু করেন। সব সময় তাঁর সঙ্গে মোটা অঙ্কের টাকা থাকত।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গুলির ঘটনার পর আনোয়ারের পরিবারকে মামলা করতে বলেছিলেন। তখন তাঁরা মামলা করেননি। মারা যাওয়ার পর এখন মামলা করবেন বলে জানিয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.

ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর বাড্ডার আনন্দনগর এলাকায় থাকতেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ