খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নাগরিক সেবা প্রদানে উদাসীনতার অভিযোগ তুলে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় অসমাপ্ত রাস্তার কাজ দ্রুত শেষ করা, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অবৈধ ইজিবাইক প্রবেশ বন্ধ হচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির নেতারা।

গতকাল সোমবার রাতে খুলনা বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৭ এপ্রিল এসব দাবিতে বিবৃতি দেওয়া হলেও কেসিসি কর্তৃপক্ষ কোনো দায়িত্বশীল কার্যক্রম পরিচালনা করেনি। সিটি করপোরেশনের জবাবদিহি না থাকার কারণে নগরীর অধিকাংশ সড়ক বেহাল এবং এর ফলে যানজট নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।

গতকালের বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম (বকুল), তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম (মনা), জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান (মন্টু), মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম (তুহিন) ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম।

বিবৃতিতে বলা হয়েছে, বর্ষা মৌসুমের আগেই প্রাণঘাতী ডেঙ্গু নির্মূলে গত বছরগুলোর অভিজ্ঞতা থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছিল। মশকনিধনে ফগার মেশিন থেকে সৃষ্ট ধোঁয়ার কুণ্ডলীর মধ্যেই শত শত মশার জীবন্ত ওড়াউড়ি প্রমাণ করে দেয় যে কেসিসির ছিটানো স্প্রে মশকনিধনে কেবল অকার্যকরই নয়, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সততারও অভাব রয়েছে।

বিএনপি নেতারা অভিযোগ করেন, সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে খুলনা মহানগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার ছড়াছড়ি। নিয়ন্ত্রণহীনভাবে এসব বাহন চলাচলের কারণে রাস্তায় বিশৃঙ্খলা ও মোড়ে মোড়ে মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে। বেপরোয়া চলাচলের কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। খুলনা সিটি করপোরেশন মাত্র দুই হাজার ইজিবাইক চলাচলের অনুমোদন দিলেও বর্তমানে প্রায় ২০ হাজার ইজিবাইক চলাচল করছে। একইভাবে লাইসেন্সকৃত রিকশার সংখ্যা ১৭ হাজার হলেও চলাচল করে প্রায় ৩০ হাজার রিকশা।

বিএনপি নেতারা বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। কিন্তু খুলনা সিটি করপোরেশনের প্রশাসক শুধু অফিসে বসে দাপ্তরিক কাজ করেন, যা নাগরিক সেবা নিশ্চিতে বড় অন্তরায়। তাঁরা প্রশাসককে আরও দায়িত্বশীল হয়ে নিয়মিত নগর ঘুরে ঘুরে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সড়কগুলো দ্রুত মেরামত, ডেঙ্গু নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ইজিবাইক নিয়ন্ত্রণের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিতের দাবিও জানানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ