৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ ১৪তম পর্বে বাংলা ভাষা ও ব্যাকরণ বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।

১. বাংলা ব্যাকরণের কোন অংশে প্রত্যয় নিয়ে আলোচনা করা হয়?
ক.

বাক্যতত্ত্ব
খ. রূপতত্ত্ব
গ. ধ্বনিতত্ত্ব
ঘ. অর্থতত্ত্ব

২. সর্বস্বান্ত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সর্ব+স্বান্ত
খ. সর্বস্ব+আন্ত
গ. সর্বস্ব+অন্ত
ঘ. সর্বস্ব+শান্ত

৩.লব্ধ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. লব+দ্ধ
খ.লভ্‌+ত
গ. লবো+ব্ধ
ঘ.  লভ্‌+ত্ত্ব

৪. নিচের কোনটি ঘোষধ্বনি?
ক. ড
খ.ত
গ. স
ঘ.সব কটি

৫. শুক্রবার > শুকুরবার কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
ক.  সমীভবন
খ.  বিপ্রকর্ষ
গ. অন্তর্হতি
ঘ. অভিশ্রুতি

৬. স্বভাবতই ‘ণ’ হয়নি কোন শব্দে?
ক. বাণিজ্য
খ. গ্রহণ
গ. কঙ্কণ
ঘ. স্থাণু

৭. পাঞ্জাবি শব্দটি একটি—
ক. মৌলিক শব্দ
খ. রূঢ়ি শব্দ
গ. যৌগিক শব্দ
ঘ. যোগরূঢ় শব্দ

৮. জাঁদরেল কোন ভাষার শব্দ?
ক. ফারসি
খ. পর্তুগিজ
গ. সংস্কৃত
ঘ. আরবি

৯. ‘নয়ন’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. নৃ+অনট
খ.√নি+অনট
গ. নী+অনট
ঘ. নে+অনট

১০. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. অরক্ষণীয়া  
খ. শিক্ষয়িত্রী
গ. জা
ঘ. অরণ্যানী

১১. সাধারণ পূরণবাচক শব্দ কোনটি?
ক. নবম  
খ. পয়লা
গ. আধ
ঘ. ছয়

১২. ‘শশাঙ্ক’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. শশে অঙ্ক যার
খ. শশের অঙ্ক
গ. শশ অঙ্কে যার
ঘ. অঙ্কের শশ

১৩. ‘আলুনি’ শব্দে ব্যবহৃত উপসর্গের নাম কী?
ক. বিদেশি
খ. তৎসম
গ. বাংলা
ঘ. ফারসি

১৪. সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেনি কোন বাক্যে?
ক. আজ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলা।
খ. মন দিয়ে লেখাপড়া দরকার।
গ. এমন কাজ সোহেলের দ্বারা হবে না।
ঘ. কার কাছে গেলে জানা যাবে?

১৫. জাতিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
ক. পর্বত
খ. দল
গ. বাটি
ঘ. খাতা

১৬. ‘রোগী পথ্য সেবন করে’ কিসের উদাহরণ?
ক. কর্তৃবাচ্য
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্মকর্তৃবাচ্য

১৭. কোন বানানটি শুদ্ধ?
ক. ষাণ্মাষিক
খ. পরিষেবা
গ. বিভূতিভূষন
ঘ. ইতিমধ্যে

১৮. নিচের কোনটি অপপ্রয়োগ?
ক. অধৈর্যতা
খ. কৃপণতা
গ. কার্পণ্য
ঘ. স্বতন্ত্রতা

১৯. কোকিলের সমার্থক শব্দ কোনটি?
ক. বায়স
খ. পরভৃৎ
গ. অন্যভৃত
ঘ. পরপোষক

২০. ঘণ্টাগড়ুর বাগধারার অর্থ কী?
ক. অকর্মণ্য ব্যক্তি
খ. অলস ব্যক্তি
গ. স্বার্থপর ব্যক্তি
ঘ. অসহায় ব্যক্তি

মডেল টেস্ট ১৪ এর উত্তর:  
১.খ। ২.গ। ৩.খ। ৪.ক। ৫.খ। ৬.খ। ৭.খ। ৮.গ। ৯.গ। ১০.ক।
১১.ক। ১২.গ। ১৩.গ। ১৪.খ। ১৫.ক। ১৬.ক। ১৭.খ। ১৮.ক। ১৯.গ। ২০.ক। 

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ ক নট

এছাড়াও পড়ুন:

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর-সংলগ্ন মিরপুর সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ সোমবার বিকেলে সাড়ে তিনটার দিকে এই চিত্র দেখা যায়। এই ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

দুপুরের দিকে দুটি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে গিয়েছিলেন বিক্ষোভকারীরা। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ। এরপর বিক্ষোভকারীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে দফায় দফায় ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা করে আসছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে আছেন র‍্যাব ও বিজিবির সদস্যরা। তাঁরা শক্ত অবস্থানে আছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ দুপুরের দিকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনের মিরপুর সড়কে দুটি এক্সকাভেটর দেখা যায়।

পরে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বর সড়কে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা করেন। তাঁদের বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে।

কিছুটা ছত্রভঙ্গ হয়ে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। এ সময় পুলিশের অন্তত এক সদস্য আহত হন।

আরও পড়ুনএক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ৪ ঘণ্টা আগে

পরে পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। এ সময় দফায় দফায় সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ শোনা যায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বেলা পৌনে ২টার দিকে দুই ভাগে ভাগ হয়ে বিক্ষোভকারীরা আবার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা করেন। পরে তাঁদের আবার ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ।

বিক্ষোভকারীদের ধানমন্ডি ৩২ নম্বর সড়কে যাওয়ার জন্য দফায় দফায় চেষ্টা এবং তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনরায়কে কেন্দ্র করে ঢাকায় নিরাপত্তা জোরদার, ১৫ হাজার পুলিশ মোতায়েন৫ ঘণ্টা আগে

বিক্ষোভকারীরা পুরোপুরি সরে না যাওয়ায়, বিভিন্ন ভাগে ভাগ হয়ে দফায় দফায় ৩২ নম্বর সড়কে আসার চেষ্টা করায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়। এখন এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক দুপুরে প্রথম আলোকে বলেছিলেন, ‘আমরা কোনোমতে কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।’

গত ফেব্রুয়ারিতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৩২ নম্বরের বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুনআড়াই ঘণ্টা ধরে পড়া হলো রায়, এরপর এল মৃত্যুদণ্ডের আদেশ২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ