৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৪
Published: 19th, June 2025 GMT
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ ১৪তম পর্বে বাংলা ভাষা ও ব্যাকরণ বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।
১. বাংলা ব্যাকরণের কোন অংশে প্রত্যয় নিয়ে আলোচনা করা হয়?
ক.
খ. রূপতত্ত্ব
গ. ধ্বনিতত্ত্ব
ঘ. অর্থতত্ত্ব
২. সর্বস্বান্ত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সর্ব+স্বান্ত
খ. সর্বস্ব+আন্ত
গ. সর্বস্ব+অন্ত
ঘ. সর্বস্ব+শান্ত
৩.লব্ধ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. লব+দ্ধ
খ.লভ্+ত
গ. লবো+ব্ধ
ঘ. লভ্+ত্ত্ব
৪. নিচের কোনটি ঘোষধ্বনি?
ক. ড
খ.ত
গ. স
ঘ.সব কটি
৫. শুক্রবার > শুকুরবার কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
ক. সমীভবন
খ. বিপ্রকর্ষ
গ. অন্তর্হতি
ঘ. অভিশ্রুতি
৬. স্বভাবতই ‘ণ’ হয়নি কোন শব্দে?
ক. বাণিজ্য
খ. গ্রহণ
গ. কঙ্কণ
ঘ. স্থাণু
৭. পাঞ্জাবি শব্দটি একটি—
ক. মৌলিক শব্দ
খ. রূঢ়ি শব্দ
গ. যৌগিক শব্দ
ঘ. যোগরূঢ় শব্দ
৮. জাঁদরেল কোন ভাষার শব্দ?
ক. ফারসি
খ. পর্তুগিজ
গ. সংস্কৃত
ঘ. আরবি
৯. ‘নয়ন’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. নৃ+অনট
খ.√নি+অনট
গ. নী+অনট
ঘ. নে+অনট
১০. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. অরক্ষণীয়া
খ. শিক্ষয়িত্রী
গ. জা
ঘ. অরণ্যানী
১১. সাধারণ পূরণবাচক শব্দ কোনটি?
ক. নবম
খ. পয়লা
গ. আধ
ঘ. ছয়
১২. ‘শশাঙ্ক’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. শশে অঙ্ক যার
খ. শশের অঙ্ক
গ. শশ অঙ্কে যার
ঘ. অঙ্কের শশ
১৩. ‘আলুনি’ শব্দে ব্যবহৃত উপসর্গের নাম কী?
ক. বিদেশি
খ. তৎসম
গ. বাংলা
ঘ. ফারসি
১৪. সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেনি কোন বাক্যে?
ক. আজ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলা।
খ. মন দিয়ে লেখাপড়া দরকার।
গ. এমন কাজ সোহেলের দ্বারা হবে না।
ঘ. কার কাছে গেলে জানা যাবে?
১৫. জাতিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
ক. পর্বত
খ. দল
গ. বাটি
ঘ. খাতা
১৬. ‘রোগী পথ্য সেবন করে’ কিসের উদাহরণ?
ক. কর্তৃবাচ্য
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্মকর্তৃবাচ্য
১৭. কোন বানানটি শুদ্ধ?
ক. ষাণ্মাষিক
খ. পরিষেবা
গ. বিভূতিভূষন
ঘ. ইতিমধ্যে
১৮. নিচের কোনটি অপপ্রয়োগ?
ক. অধৈর্যতা
খ. কৃপণতা
গ. কার্পণ্য
ঘ. স্বতন্ত্রতা
১৯. কোকিলের সমার্থক শব্দ কোনটি?
ক. বায়স
খ. পরভৃৎ
গ. অন্যভৃত
ঘ. পরপোষক
২০. ঘণ্টাগড়ুর বাগধারার অর্থ কী?
ক. অকর্মণ্য ব্যক্তি
খ. অলস ব্যক্তি
গ. স্বার্থপর ব্যক্তি
ঘ. অসহায় ব্যক্তি
মডেল টেস্ট ১৪ এর উত্তর:
১.খ। ২.গ। ৩.খ। ৪.ক। ৫.খ। ৬.খ। ৭.খ। ৮.গ। ৯.গ। ১০.ক।
১১.ক। ১২.গ। ১৩.গ। ১৪.খ। ১৫.ক। ১৬.ক। ১৭.খ। ১৮.ক। ১৯.গ। ২০.ক।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ ক নট
এছাড়াও পড়ুন:
কলকাতায় প্রথমবারের মতো লোকাল এসি ট্রেন চালু
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় প্রথমবারের মতো শীতাতপনিয়ন্ত্রিত লোকাল ট্রেন চালু হয়েছে। শিয়ালদহ থেকে নৈহাটি জেলার রানাঘাট পর্যন্ত চলবে ট্রেনটি। সময় লাগবে ১ ঘন্টা ২০ মিনিট। রোববার দুপুরে কলকাতার শিয়ালদহ স্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
টিকিট কাটা যাবে সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক। ট্রেনটি এই লাইনের সব স্টেশনে থামবে। বিধাননগর (উল্টোডাঙ্গা), দমদম, সোদপুর, খড়দা, বারাকপুর, নৈহাটি, কাচড়াপাড়া, কল্যানী ও রানাঘাটে ওঠানামা করতে পারবেন যাত্রীরা।
চেন্নাই–এর ইন্টগ্রাল কোচ ফ্যাক্টরির তৈরি করা ট্রেনে ১২টি কোচ রয়েছে। প্রতি ট্রিপে ১ হাজার ১২৬ যাত্রী চলাচল করতে পারবেন। ট্রেনে রয়েছে সর্বাধিক আধুনিক ব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে সুকান্ত মজুমদার বলেন, এসি ট্রেন চালুর ফলে এই লাইনের মানুষের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। সোমবার থেকে রানাঘাট স্টেশন থেকে নিয়মিত ট্রেনের পরিষেবা শুরু হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ কলকাতার বিশিস্টজনেরা।
উদ্বোধনের পর সুকান্ত মজুমদার ট্রেনে করে দমদম স্টেশনে নামেন। এ সময় সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কিছু সমর্থক বিক্ষোভ করে। তারা ভোটার তালিকা সংশোধনের নিমিত্তে জারি করা এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদ করে। একই সঙ্গে দেশব্যাপী বাংলা ভাষা ও বাঙালী হেনস্তার প্রতিবাদ করেন।
এ সময় সুকান্ত মজুমদার জানিয়ে দেন, ‘বাংলায় এসআইআর হবেই। দম থাকলে আটকে দেখান।’
জবাবে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তারা এই রাজ্যে বাংলা ভাষা ও বাঙালী হেনস্তা ও এসআইআরের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাবেন।