বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় পাবনায় বিএনপি নেতাসহ দু’জন, নওগাঁয় দু’জন এবং চট্টগ্রাম ও সিলেটে একজন করে প্রাণ হারিয়েছেন।

আদমদীঘি উপজেলায় নিহতরা হলেন শফিকুল ইসলাম রিংকন, মুশফিকুর রহমান ও আশরাফুজ্জামান। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কে মোটরসাইকেলে তিন আরোহী বগুড়ার দিকে যাচ্ছিলেন। নওগাঁগামী একটি ট্রাক মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনজন সড়কে ছিটকে পড়ে মারা যান। আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
পাবনার ঈশ্বরদী উপজেলায় মোটরসাইকেলে মিনি ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন প্রামাণিক নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। গতকাল ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় পাবনা সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বিল্লাল ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি ওই ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে স্ত্রী-সন্তান নিয়ে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন বিল্লাল।

এদিকে সাঁথিয়া উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কে বাসচাপায় জয়নাল আবেদীন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর বাড়ি শোলাবাড়িয়া গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জয়নাল আবেদীন হেঁটে মাধপুর বাজারে যাচ্ছিলেন। আলকাদরিয়া মাদ্রাসা সড়কের চারমাথা মোড়ে পৌঁছালে একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়।

ভটভটি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
নওগাঁয় অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। গতকাল বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম কার্তিক চন্দ্র। তাঁর বাড়ি বদলগাছী উপজেলা সদরে। নিহত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। 

বদলগাছী থানার ওসি আনিছুর রহমান জানান, জয়পুরহাট খেকে বদলগাছীমুখী একটি অটোরিকশার সঙ্গে একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কনটেইনারবাহী লরির ধাক্কায় জয়নাল আবেদীন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনাপুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের শ্যালক মহিবুল আরিফ জানান, ফেনাপুরী এলাকার বাসা থেকে বড়তাকিয়া বাজারে যাওয়ার জন্য জয়নাল আবেদীন সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

এদিকে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বর-কনে বহনকারী গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আহত তিন মাসের এক শিশু গতকাল মারা গেছে। তার নাম আব্দুল্লাহ আল মুরসালিন। সে শাহজালালপুর পুরকায়স্থ বাড়ি গ্রামের ছাব্বির আহমদের ছেলে। এর আগে বুধবার জকিগঞ্জ-সিলেট মহাসড়কের কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় দুর্ঘটনায় অটোরিকশাচালক শাহাবুদ্দিন সাবু প্রাণ হারান। আহত হন বর-কনে, নারী, শিশুসহ অন্তত আটজন।

(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধি)

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত এ দ র ঘটন উপজ ল য় বদলগ ছ আদমদ ঘ স ঘর ষ এল ক য় ব এনপ গতক ল

এছাড়াও পড়ুন:

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানের নেতৃত্বে বিজয় র‌্যালি

৩৬ জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র‌্যালি করেছে জাতীয় যুবশক্তি, নারায়ণগঞ্জ জেলা। জাতীয় যুবশক্তি'র কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানের নেতৃত্বে এই বিজয় র‌্যালির মাধ্যমে এই ঐতিহাসিক বিজয়কে উদযাপন করা হয়।

মঙ্গলবার (৫ আগষ্ট) বিজয় র‌্যালি নগরীর চাষাঢ়া বিজয়স্তম্ভ থেকে শুরু করে হাজীগঞ্জ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। পরে চব্বিশের সকল শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের জন্য দোয়া করা হয়। সর্বশেষ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় মিষ্টি বিতরণের মাধ্যমে বিজয় র‌্যালির উদযাপন সমাপ্ত ঘোষণা করা হয়। 

এ সময় নিরব রায়হান বলেন, গত ৫ই আগস্ট তথা ৩৬ জুলাই ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরশাসক হাসিনার পতন হয়। বাংলার ইতিহাস মুক্ত হয় এক কলঙ্কিত অধ্যায় থেকে। এই দিনটি মুক্তিকামী সকল দেশপ্রেমী মানুষের কাছে অত্যন্ত খুশির একটি দিন। যা আমাদের দ্বিতীয় স্বাধীনতা।

যে স্বাধীনতা অর্জন কোনোভাবেই সহজ ছিলো ন্া। ৪ বছর বয়সের শিশুরও দিতে হয়েছে জীবন। ছাদে খেলতে যেয়ে আমাদের ৬ বছরের রিয়া গোপও হারিয়েছেন তাঁর প্রাণ। এই প্রাপ্তির স্বাধীনতাকে আমরা উদযাপন করছি স্বগৌরবে।

তিনি আরও বলেন, আমরা স্মরণ করছি, সেইসব শহীদদের যারা জীবন বাজি রেখে এই দিনটি এনে দিয়েছেন৷ শ্রদ্ধা জ্ঞাপন করছি সেইসব আহত যোদ্ধাদের প্রতি—যাদের অঙ্গহানির মাধ্যমে এই বিজয় এসেছে।
 

সম্পর্কিত নিবন্ধ