বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় পাবনায় বিএনপি নেতাসহ দু’জন, নওগাঁয় দু’জন এবং চট্টগ্রাম ও সিলেটে একজন করে প্রাণ হারিয়েছেন।

আদমদীঘি উপজেলায় নিহতরা হলেন শফিকুল ইসলাম রিংকন, মুশফিকুর রহমান ও আশরাফুজ্জামান। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কে মোটরসাইকেলে তিন আরোহী বগুড়ার দিকে যাচ্ছিলেন। নওগাঁগামী একটি ট্রাক মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনজন সড়কে ছিটকে পড়ে মারা যান। আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
পাবনার ঈশ্বরদী উপজেলায় মোটরসাইকেলে মিনি ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন প্রামাণিক নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। গতকাল ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় পাবনা সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বিল্লাল ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি ওই ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে স্ত্রী-সন্তান নিয়ে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন বিল্লাল।

এদিকে সাঁথিয়া উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কে বাসচাপায় জয়নাল আবেদীন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর বাড়ি শোলাবাড়িয়া গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জয়নাল আবেদীন হেঁটে মাধপুর বাজারে যাচ্ছিলেন। আলকাদরিয়া মাদ্রাসা সড়কের চারমাথা মোড়ে পৌঁছালে একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়।

ভটভটি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
নওগাঁয় অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। গতকাল বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম কার্তিক চন্দ্র। তাঁর বাড়ি বদলগাছী উপজেলা সদরে। নিহত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। 

বদলগাছী থানার ওসি আনিছুর রহমান জানান, জয়পুরহাট খেকে বদলগাছীমুখী একটি অটোরিকশার সঙ্গে একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কনটেইনারবাহী লরির ধাক্কায় জয়নাল আবেদীন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনাপুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের শ্যালক মহিবুল আরিফ জানান, ফেনাপুরী এলাকার বাসা থেকে বড়তাকিয়া বাজারে যাওয়ার জন্য জয়নাল আবেদীন সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

এদিকে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বর-কনে বহনকারী গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আহত তিন মাসের এক শিশু গতকাল মারা গেছে। তার নাম আব্দুল্লাহ আল মুরসালিন। সে শাহজালালপুর পুরকায়স্থ বাড়ি গ্রামের ছাব্বির আহমদের ছেলে। এর আগে বুধবার জকিগঞ্জ-সিলেট মহাসড়কের কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় দুর্ঘটনায় অটোরিকশাচালক শাহাবুদ্দিন সাবু প্রাণ হারান। আহত হন বর-কনে, নারী, শিশুসহ অন্তত আটজন।

(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধি)

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত এ দ র ঘটন উপজ ল য় বদলগ ছ আদমদ ঘ স ঘর ষ এল ক য় ব এনপ গতক ল

এছাড়াও পড়ুন:

মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান

প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ