Samakal:
2025-11-05@02:29:57 GMT

গরমে পুড়ছে ক্লাব বিশ্বকাপ

Published: 20th, June 2025 GMT

গরমে পুড়ছে ক্লাব বিশ্বকাপ

মাথার ওপর দুপুর ১২টার খাড়া সূর্য নিয়ে খেলতে হচ্ছে। তাপমাত্রা ৩২ ডিগ্রির কাছাকাছি, আর্দ্রতাও বিশ্রি রকমের; ৬০ শতাংশ। এমন আবহাওয়ার মধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে হচ্ছে, যা নিয়ে ভীষণ বিরক্ত ইউরোপিয়ান ক্লাবগুলো। 

টেলিভিশনে ইউরোপের দর্শকদের ধরে রাখার জন্য যুক্তরাষ্ট্রের এই গরমে মাঠে নামতে হচ্ছে দলগুলোকে। সময়ের পার্থক্যের কারণে এ ম্যাচগুলো সন্ধ্যায় বাড়িফেরা ইউরোপিয়ান দর্শকদের কতটুকু আকর্ষণ করছে জানা যায়নি। তবে মাঠে গ্যালারির দর্শক একেবারেই টানতে পারছে না। 

ফিফার নিয়মে রয়েছে ৩২ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকলে ম্যাচে ‘কুলিং ব্রেক’ দিতে হবে। গতবার কোপা আমেরিকা আসরে এমনটা দেওয়া হয়েছিল। ক্লাব বিশ্বকাপেও মানা হচ্ছে সেই নিয়ম। এমন অবস্থায় পিএসজির কাছে ৪-০ গোলে হারার পর এই গরমকে দায়ী করছেন অ্যাতলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার মার্কোস লরেন্তি। 

‘ভয়ংকর গরম। আমার পায়ের আঙুল ও নখ ব্যথা করছিল। স্বাভাবিকভাবে দৌড়াতে পারছিলাম না। যদিও এটি সবার জন্য একই রকম, তাই কোনো অভিযোগ করছি না। তবে এটি ফুটবল ম্যাচ খেলার জন্য আদর্শ পরিবেশ নয়।’ 

পিএসজির কোচ লুইস এনিরকেও স্বীকার করেছেন ব্যাপারটি। ‘ম্যাচটিতে গরমের প্রভাব ছিল। ইউরোপিয়ান টেলিভিশন দর্শকদের জন্য সময়টা দুর্দান্ত, তবে এতে করে দলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ 

কোপা আমেরিকার আগের আসরটি যুক্তরাষ্ট্রে এই সময়েই হয়েছিল। সেবারও অভিযোগ উঠেছিল। দুই ফুটবলারকে পানিশূন্যতায় কাবু হয়ে হাসপাতালে যেতে হয়। জুনের এই সময়ে যুক্তরাষ্ট্রের কিছু জায়গায় তীব্র গরম থাকে। ফ্লোরিডা, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ও ফিলাডেলফিয়ায় দিনের তাপমাত্র ৩২ ডিগ্রি ছাপিয়ে যায়।

 সন্ধ্যার পরও তাপমাত্রা ত্রিশের কাছাকাছি থাকে, যা নিয়ে ফুটবলারদের স্বার্থসংশ্লিষ্ট বিশ্বসংস্থা ‘ফিপ্রো’ ফিফাকে সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। কেননা আগামী বছর ঠিক এই সময়েই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেখানেও যদি দিনের বেলায় ম্যাচ রাখা হয়, তাহলে তা ফুটবলাদের জন্য অসহনীয় হয়ে উঠবে। গতকাল রিয়াল মাদ্রিদ আর আল হিলালের যে ম্যাচটি মায়ামিতে হয়েছে, সেটি স্থানীয় সময় বেলা ৩টায় মাঠে গড়িয়েছিল। তখনও পারদ ৩২ ডিগ্রিতেই স্থির ছিল। সঙ্গে আর্দ্রতার কারণে অতিরিক্ত ঘাম। কোনোভাবেই নিজেদের খেলাটা খেলতে পারছেন না তারকা ফুটবলাররা। 

আসরের ফেভারিট দলগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ, বুরুশিয়া ডর্টমুন্ড, বোকা জুনিয়র্স, ম্যানচেস্টার সিটি আর ইন্টার মায়ামি এই মুহূর্তে ফ্লোরিডায় ক্যাম্প করছে। যেখানে অতিরিক্ত তাপমাত্রার কারণে তারা বিকেলের অনুশীলন সন্ধ্যার পর নিয়ে যাওয়ার জন্য আয়োজকদের কাছে অনুরোধ জানিয়েছে। 

এমনকি স্বাগতিক দল মেসিদের ইন্টার মায়ামিও প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল স্থানীয় সময় রাত ৮টায়। তখনও মাঠে তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। তাপে পোড়া এই ক্লাব বিশ্বকাপে তাই এখন পর্যন্ত সেরা ছন্দ দেখাতে পারেনি বড় দলগুলো।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প ক ল ব ব শ বক প য ক তর ষ ট র ৩২ ড গ র র জন য দলগ ল ইউর প ফ টবল

এছাড়াও পড়ুন:

হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে?

পাকিস্তানি মডেল-অভিনেত্রী হানিয়া আমির। পর্দায় অসাধারণ অভিনয়ের জন্য যেমন আলোচনায় থাকেন, তেমনি পর্দার বাইরে তার ব্যক্তিগত জীবন ও প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণেও আলোচিত হয়ে থাকেন। পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তার ভক্ত রয়েছে।

ব্যক্তিগত জীবনে পাকিস্তানি গায়ক অসীম আজহারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া আমির। বেশ আগে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তারা। ফের অসীম আজহারের সঙ্গে নাম জড়ালেন হানিয়া। গুঞ্জন উড়ছে, হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে। 

আরো পড়ুন:

বিয়ে, সন্তান—সবকিছুই নিয়তির ব্যাপার: সাবা

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সিজেসিএসসির সৌজন্য সাক্ষাৎ

সম্প্রতি একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে হানিয়া আমির ও অসীম আজহারকে। সেই মুহূর্তের একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মূলত, এসব ভিডিও হানিয়া-অসীমের প্রেমের গুঞ্জন উসকে দিয়েছে। আসীম তার ২৯তম জন্মদিনের আগে ঝাপসা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, যেখানে হানিয়ার উপস্থিতি রয়েছে বলে অনেকে মনে করেছেন। এটিকে তাদের সম্পর্কের ‘সফট লঞ্চ’ বলে মন্তব্য নেটিজেনদের।

 

গায়ক অসীমের ২৯তম জন্মদিনের ব্যক্তিগত উদযাপনের ভিডিও এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে হানিয়া ও আসীমকে একই স্থানে দেখা গেছে, যদিও তারা একসঙ্গে ছবি তোলেননি। অন্য একটি ছবিতে দেখা গেছে, তারা একসঙ্গে বসে খাবার খাচ্ছেন বলে মনে হচ্ছে।

কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছে, হানিয়া-অসীম আবারো সম্পর্কে জড়িয়েছেন। তবে হানিয়া বা আসীম—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

এই দুই তারকা একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন। ২০১৮-২০১৯ সাল পর্যন্ত তারা সম্পর্কে ছিলেন, এরপর বিচ্ছেদ ঘটে। ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে বলেন, “আমরা শুধু ভালো বন্ধু।”

 

হানিয়া আমিরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান সারেন অসীম। কিন্তু চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ বাগদানের ৩ বছর পর এ সম্পর্কের ইতি টানেন তারা। তবে গত আগস্টে গায়ক অসীমের কনসার্টে উপস্থিত হয়েছিলেন হানিয়া আমির। সবকিছু মিলিয়ে নেটেজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ