বেহালাটি আপনি হাতে তুলবেন কীভাবে, সেটাই প্রশ্ন। কারণ, সেটি দেখতে গেলে আগে চাই মাইক্রোস্কোপ। এতটাই সরু একটি বেহালা তৈরির দাবি করেছেন বিজ্ঞানীরা।

যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ের একদল পদার্থবিজ্ঞানী দাবি করেছেন যে তাঁরা ‘বিশ্বের সবচেয়ে ছোট বেহালা’ বানিয়েছেন। এর দৈর্ঘ্য মাত্র ৩৫ মাইক্রন, মানে ১ মিটারের ১০ লাখ ভাগের ১ ভাগ। প্রস্থ ১৩ মাইক্রন। প্লাটিনাম দিয়ে তৈরি বেহালাটি এতই ছোট যে তা মানুষের একটি চুলেও অনায়াস রাখা যাবে।

মনে রাখতে হবে, আশ্চর্যজনক এই অতি ক্ষুদ্র বাদ্যযন্ত্রকে ‘রূপক অর্থে’ বেহালা বলা হচ্ছে। এটিকে সাধারণ বেহালার মতো বাজানো যায় না। বেহালাটি মূলত একধরনের ন্যানো–ছাপচিত্র, অর্থাৎ ক্ষুদ্রাতিক্ষুদ্র আকৃতিতে তৈরি একটি প্রোটোটাইপ। এর মধ্য দিয়ে লাফবরো বিশ্ববিদ্যালয়ের নতুন ন্যানোপ্রযুক্তি গবেষণার সক্ষমতা তুলে ধরা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এমন ক্ষুদ্র শিল্প তৈরি সহজ কাজ নয়। গবেষকেরা প্রথমে একটি চিপে জেলিজাতীয় পদার্থ ছড়িয়ে দিয়ে তাতে উত্তপ্ত সুচের মতো একটি যন্ত্র দিয়ে নকশা আঁকেন। এরপর সেই জেলি ধুয়ে ফেলে প্লাটিনামের পাতলা স্তর বসানো হয়। প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ তৈরি করতে সময় লাগে তিন ঘণ্টা। কিন্তু চূড়ান্ত সংস্করণ পেতে কয়েক মাস অপেক্ষা করতে হয়। পুরো প্রক্রিয়াটিই ব্যাপক নিয়ন্ত্রিত পরীক্ষাগারে পরিচালিত হয়।

লাফবরো বিশ্ববিদ্যালয়ের প্রায়োগিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক কেলি মরিসন বলেন, ‘এটা নিছক খেলা নয়। এর মধ্য দিয়ে আমরা নানা বস্তু আলো, চৌম্বক বা বিদ্যুতের সঙ্গে কীভাবে প্রতিক্রিয়া করে, তা শিখেছি। এখান থেকে ভবিষ্যৎ প্রযুক্তির ভিত্তি তৈরি হচ্ছে।’

মরিসন বলেন, প্রযুক্তির ব্যবহার যাঁরা একটু গভীরভাবে করেন, তাঁরা সব সময় দ্রুততর, উন্নততর ও অধিক দক্ষ কিছুর সন্ধানে থাকেন। তার মানে দাঁড়ায়, সবকিছু আরও ছোট হয়ে আসছে। এই ক্ষুদ্র বেহালা তাই শুধু রসিকতা নয়, বরং এক নতুন বিজ্ঞানযাত্রার চিহ্নও।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আবারও বিশ্ব রেকর্ড ডুপ্লান্টিসের, এবার লাফালেন তিনতলা বাড়ির উচ্চতা

 আরমান্দ ‘মোন্দো’ ডুপ্লান্টিসের হাতে পোল মানেই যেন বিশ্ব রেকর্ড!

হাঙ্গেরির বুদাপেস্ট মিটে গতকাল যেমন করলেন। পোল ভল্টে গড়া নিজের বিশ্ব রেকর্ড ভাঙলেন নিজেই। পোল নিয়ে ৬.২৯ মিটার উঁচুতে লাফিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইডিশ কিংবদন্তি। মাত্র এক সেন্টিমিটার ব্যবধানে ভেঙেছেন গত জুনে স্টকহোমে গড়া নিজের বিশ্ব রেকর্ড (৬.২৮ মিটার)। বুদাপেস্ট মিটে দ্বিতীয় প্রচেষ্টায় এই উচ্চতার বেশি লাফিয়ে ১৩তম বারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস।

আরও পড়ুন৩২ কেজি ওজনের মাছ শিকার করে ৪ কোটি ৮৬ লাখ টাকা জিতলেন বাস্কেটবল কিংবদন্তি১১ আগস্ট ২০২৫

চলতি বছর পোল ভল্টে এ নিয়ে তৃতীয় রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস। গত ফেব্রুয়ারিতে ক্লেরমন্ট–ফেরান্ডে ৬.২৭ মিটার উচ্চতা টপকে যান ২৫ বছর বয়সী এ অ্যাথলেট। বুদাপেস্টে দ্বিতীয় প্রচেষ্টায় বিশ্ব রেকর্ড গড়া লাফটি দেওয়ার সময় ডুপ্লান্টিসের একটি পা ও পেট বারের সঙ্গে লেগে গিয়েছিল। তবে লাফানোটি আইনসিদ্ধ ছিল।

১৯৮৫ সালের ১৩ জুলাই ইতিহাসের প্রথম পোল ভল্টার হিসেবে ৬ মিটার উচ্চতা লাফিয়ে পার হয়েছিলেন ইউক্রেনের কিংবদন্তি সের্গেই বুবকা। এরপর মোট ২৬ বার ভেঙেছে বিশ্ব রেকর্ড—বুবকা ভাঙেন ১২ বার, ডুপ্লান্টিস ভেঙেছেন ১৩ বার এবং একবার ভেঙেছেন রেঁনাদ লাভিলেনি। ডুপ্লান্টিস ২০২০ সালে ৬.১৭ মিটার লাফিয়ে প্রথম বিশ্ব রেকর্ড ভাঙেন।

বিশ্ব রেকর্ড গড়ার পর ডুপ্লান্টিসের উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ