দিন কয়েক আগে অ্যাপল তাদের সর্বশেষ উদ্ভাবিত আইওএস ২৬ বেটা সংস্করণ ঘোষণা করেছে। অন্যদিকে, অ্যান্ড্রয়েড ১৬ নিয়ে নতুন উন্মাদনা ছড়িয়েছে গুগল। স্মার্টফোনের স্ক্রিনে যেন দুই নির্মাতার শেয়ানে শেয়ানে লড়াই জমেছে। গবেষকরা বলছেন, ২০২৫ সালে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হয়ে উঠবে আরও উপভোগ্য ও দুর্দান্ত।
ইতিহাস বলছে, প্রতিবছর গুগল আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ প্রকাশ করে। তবে গত মে মাসে গুগল নিশ্চিত করে বলেছিল, জুনের মধ্যেই নতুন সংস্করণ আত্মপ্রকাশ করবে। ঘটেছেও ঠিক তাই। গুগল পিক্সেল মডেলযোগ্য অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণ উন্মুক্ত করেছে। সব ধরনের ডিভাইসে অ্যান্ড্রয়েড সংস্করণ পৌঁছাতে আরও কিছুটা সময় অপেক্ষায় থাকতে হবে। আগামী কয়েক মাস গুগল বিস্তৃতি আপডেট নিয়ে কাজের পরিকল্পনার কথা বলেছে।
ইতোমধ্যে ১৬ সংস্করণ নিয়ে ব্যাপক হইচই হয়েছে। জানুয়ারি মাসে প্রথম পাবলিক বেটা সংস্করণ চালু করা হয়। ফলে অ্যান্ড্রয়েড ভক্তরা নতুন পরিবর্তনের বিষয়ে আগাম প্রাথমিক ধারণা পেয়েছেন। অনেকে ইতোমধ্যে বেটা সংস্করণের কিছু ফিচার আর সুবিধা উপভোগ করেছেন। তবে নতুন অনেক বৈশিষ্ট্যই সামনে যুক্ত হবে। ১৬ সংস্করণের সবচেয়ে উল্লেখযোগ্য আর নতুন বৈশিষ্ট্য হলো ‘লাইভ আপডেট’ সুবিধা, যা মূলত অ্যাপল লাইভ আদলের গুগল সংস্করণ হিসেবে সামনে আসছে। অ্যাপ ডেভেলপারদের লাইভ প্রোগ্রেস বার উন্নয়নে সুযোগ করে দেয়, যা উবার ট্রিপ এবং খাবার সরবরাহের মতো সময়-সংবেদনশীল কার্যকলাপের ওপর নজরদারি করে তাৎক্ষণিক বার্তা স্ক্রিনে দৃশ্যমান করবে। যদিও লাইভ আপডেট এখনও পূর্ণরূপে প্রকাশ হয়নি। চলতি সপ্তাহে অ্যান্ড্রয়েড ১৬ প্রকাশে ডেভেলপারদের সহায়তা ও কাস্টমাইজ সুবিধা দেবে। অপারেটিং সিস্টেমে পরবর্তী আপডেট না আসা অবধি গ্রাহকবান্ধব উন্নয়নে অগ্রাধিকার দেবে না বা সব সময় অন-ডিসপ্লেতে তা দৃশ্যমান হবে না।
সুনির্দিষ্ট একক অ্যাপ থেকে সব ধরনের বিজ্ঞপ্তি স্বয়ংক্রিয়ভাবে একসঙ্গে গোষ্ঠীভুক্ত হবে, যা গ্রাহকের ফোনের ডিসপ্লেকে বিশেষভাবে সুসংগঠিত করবে। অর্থাৎ কিছুক্ষণের জন্য ফোন নিচে রাখার পরে তথ্য ও সতর্কতার তুষারপাতের সঙ্গে আপনার প্লাবিত হওয়ার সম্ভাবনা কম।
বিশ্লেষকরা বলছেন, ঠিক অ্যাপলের মতো গুগল উন্নয়ক দল সর্বশেষ অপারেটিং সিস্টেমের নান্দনিকতার ওপর জোর দেয়। অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণ তার পরিকল্পিত ম্যাটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ আপডেট নিয়ে কাজ করছে। কিছুদিনের মধ্যেই গুগল তার উন্নয়নকৃত অপারেটিং সিস্টেমে (ওএস) আপডেট অ্যাপ গ্রাহকের জন্য সম্পূর্ণ স্ক্রিন ডিজাইনে এজ-টু-এজ শর্ত পূরণ করতে হবে। তখন স্ক্রিনের আকার ও আকৃতির অনুপাতের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে নেবে। আগে ডেভেলপাররা এজ-টু-এজ যাওয়ার বিকল্প অপ্ট আউট করতে পারত। কিন্তু অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণে তা নিজে থেকেই মানানসই হয়ে যাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রক শ আপড ট

এছাড়াও পড়ুন:

গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

বরিশালের গৌরনদীতে বাসচাপায় আব্দুল কাদের (৩৬) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাহিলাড়া মোল্লাবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাদের জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা এলাকার তাজেল হাওলাদারের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, চালকসহ নিহত ২

মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

তিনি বলেন, ‘‘ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। একইসঙ্গে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ