Risingbd:
2025-10-03@08:25:04 GMT

তারকাদের ব্যাংক হিসাব জব্দ

Published: 22nd, June 2025 GMT

তারকাদের ব্যাংক হিসাব জব্দ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ফাঁকির অভিযোগে শোবিজ অঙ্গনের একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে। এই তালিকায় রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, নবাগত প্রজন্মের জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া ও অভিনেত্রী সাবিলা নূরসহ অনেকে।

গত ১৫ জুন কর অঞ্চল-১২ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে মোট ২৫ জনের নাম উল্লেখ করে ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত জানানো হয়। সেই তালিকায় শোবিজ অঙ্গনের আরো যারা রয়েছেন, তাদের মধ্যে আছেন— নুসরাত ইমরোজ তিশা ও আহমেদ শরীফ।

এনবিআর সূত্র জানিয়েছে, সময়মতো কর পরিশোধ না করায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর কর্মকর্তা বলেন, “বেশ কয়েকজন কর পরিশোধ করেছেন, কেউ কেউ সময় নিয়েছেন। কর পরিষদের পর স্বাভাবিক নিয়মেই ব্যাংক হিসাব চালু হয়ে যাবে।”

আরো পড়ুন:

চাবুক খেতে খেতেই মৌসুমীর সঙ্গে প্রেম: ওমর সানী

জন্মদিনে নেই উৎসব, মায়ের শোকে বিষণ্ন ওমর সানী

তবে আলোচিত এ ঘটনা নিয়ে সংশ্লিষ্ট তারকাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। ফোনে একাধিকবার চেষ্টা করেও নুসরাত ফারিয়ার মন্তব্য পাওয়া যায়নি। অভিনেত্রী মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় আজ শুক্রবার সকাল ৭টার দিকে আলিফ পরিবহনের  যাত্রীবাহী একটি বাসে  আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলছে, আলিফ পরিবহনের বাসটি পূর্ব কাজীপাড়ায় পৌঁছালে একদল ব্যক্তি হাতের ইশারায় সেটি থামায়। এ সময় তারা বাসটিতে উঠে চালক ও তাঁর সহকারীকে পিটিয়ে  নামিয়ে দেন। যাত্রীরাও বাস থেকে দ্রুত নেমে যান।

এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের কাচে একাধিক গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি পুড়ে গেছে।

পুলিশের মিরপুর বিভাগের  উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, বাস কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ওই পরিবহনের কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ