চলতি বছরের পুরোটা সময়ই রীতিমতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে এআই। কী হবে, কী হচ্ছে, কী নিয়ে সংশয়– সবই ভাবিয়েছে এআই বিশেষজ্ঞদের।
উন্মাদনা আর উত্তেজনায় যেন দিশেহারা প্রযুক্তি দুনিয়া। ইতোমধ্যে বিশ্বে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা চ্যাটজিপিটির সুরক্ষা ত্রুটিকে কয়েক দফা প্রশ্নের মুখোমুখি করেছে।
যেমন টু-ফ্যাক্টর অথেন্টিকেশন না থাকা বা সবশেষ লগইন তথ্য দৃশ্যমান না হওয়ার অসুবিধা।
ফলে প্রযুক্তিবিদরা চূড়ান্ত সুফল যথাযথ ব্যবহার নিয়ে এখনও দুশ্চিন্তায় ভুগছেন। চ্যাটজিপিটিতে নিত্যনতুন ফিচার যুক্ত হচ্ছে, যা নিবন্ধিতদের কাজ আরও সহজ করে দিয়েছে। তেমনই আলোচিত ফিচার হলো জিপিটি মেনশন্স। যার মাধ্যমে নিবন্ধিতরা নিজস্ব কাস্টম জিপিটি তৈরি করার সুবিধা পাবেন। অর্থাৎ নিজের জন্য বট তৈরি করা সহজবোধ্য করেছে চ্যাটজিপিটি। এমন পরিষেবা
সবার জন্য বরাদ্দ নয়। যারা চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন নিয়েছেন, শুধু তারাই উল্লিখিত পরিষেবা নিতে পারবেন।
বট টুলস দিয়ে প্রতিদিনের কয়েক ধরনের জটিল কাজ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সম্পাদনা করা যাবে। জিপিটি মেনশন্স পরিষেবার কারণে চ্যাটজিপিটির গ্রাহক সংখ্যাও বেড়েছে
দ্বিগুণ-তিন গুণ হারে। ব্যক্তিতথ্য ফাঁস হওয়ার ঘটনায় চ্যাটজিপিটি প্রশ্নবিদ্ধ হয়েছে।
এমন বিষয়ে সময়োপযোগী আর নির্ভরযোগ্য পদক্ষেপ নিয়ে কাজ করছে ওপেনএআই।
উৎস: Samakal
কীওয়ার্ড: পর ষ ব
এছাড়াও পড়ুন:
আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।
দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।
বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান