Samakal:
2025-11-17@11:03:17 GMT

অ্যান্ড্রয়েডে ৭ কৌশল

Published: 22nd, June 2025 GMT

অ্যান্ড্রয়েডে ৭ কৌশল

অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণ নিয়ে আগে থেকেই ভক্তরা রয়েছেন দীর্ঘ অপেক্ষায়। অন্যদিকে, অ্যাপল অপারেটিং সিস্টেমের নতুন কোনো সংস্করণ এলেই অ্যান্ড্রয়েড গ্রাহকের প্রত্যাশার পারদ পৌঁছে যায় তুঙ্গে 


আইফোন অপারেটিং সিস্টেমের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে জনপ্রিয়তা ধরে রেখেছে অ্যান্ড্রয়েড। দুটি সিস্টেমের ফিচার সুবিধা নিয়ে সব সময়ই সরব থাকে সোশ্যাল মিডিয়া। আইফোন কয়েকটি বিষয়ে এগিয়ে থাকলেও খুব বেশি পিছিয়ে নেই অ্যান্ড্রয়েড।
কারণ, গুগল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে রয়েছে দুর্দান্ত সব ফিচার। অনেকে অ্যান্ড্রয়েড ফোনের বেশ কিছু গোপন ফিচার চর্চা করতে পারেন। স্মার্টফোনে প্রতিদিনের জরুরি কাজকে যা আরও উপভোগ্য করবে। বিশেষ ফিচার জানা থাকলে অভিজ্ঞতার সঙ্গে স্মার্টফোন ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ফোনে বিশেষ ফিচারে জায়গা করে নিয়েছে স্ক্রিন পিনিং, বিশেষ কাজে গেস্ট মোড, স্মার্ট লক, ইউআই টিউনার, অ্যাপ সুইচিং, স্ক্রিন রেকর্ডার ও নিয়ারবাই শেয়ারিং।

স্মার্ট লক
বারবার পাসওয়ার্ড দিতে কমবেশি সবারই বিরক্ত লাগে। স্মার্ট লক ব্যবহার করে সহজেই ব্যবহৃত ফোনকে বিশ্বস্ত স্থানে বা বিশ্বস্ত ডিভাইসের কাছাকাছি আনলক রাখতে পারবেন।
কাজটি সম্পাদনে সেটিংসে গিয়ে সিকিউরিটি অপশনে ক্লিক করে স্মার্ট লক ট্যাব অ্যানাবল করে নিতে হবে। 

স্ক্রিন পিনিং
হঠাৎ প্রয়োজনে কোনো অ্যাপ অ্যাকসেস না দিয়ে কাউকে নিজের ফোন ব্যবহার করতে দিলে অ্যান্ড্রয়েডে স্ক্রিন পিনিং ফিচার নামে বিশেষ টুল রয়েছে, যা স্ক্রিনে অ্যাপ লক করতে সহায়তা করে। প্রথমে সেটিংস থেকে সিকিউরিটি অপশন হয়ে অ্যাডভান্সড স্ক্রিন পিনিংয়ে গিয়ে তা অন করে দিতে হবে।

বিশেষ কাজে গেস্ট মোড
অন্য কাউকে স্মার্টফোন ব্যবহার করতে দেওয়ার পর ডেটা সুরক্ষার প্রয়োজনে গেস্ট মোডে সুইচ করা যেতে পারে। ফিচারটি অন করার জন্য নোটিফিকেশন বারের নিচে সোয়াইপ করতে হবে। তারপর প্রোফাইল আইকনে ট্যাপ করে গেস্ট মোড অন করে নিতে হবে।

ইউআই টিউনার
সিস্টেম ইউআই টিউনার ব্যবহার করে অ্যান্ড্রয়েডের স্ট্যাটাস বার ও সব ধরনের নোটিফিকেশন কাস্টমাইজ করা সম্ভব। এ কাজে সেটিংস মেন্যুতে সেটিংস আইকনটি স্পিন না হওয়া পর্যন্ত প্রেস করে রাখতে হবে। এটি একবার চালু হয়ে গেলে স্ট্যাটাস বার আইকন এবং আরও অনেক কিছুর দৃশ্যমান পরিবর্তন করতে পারবেন।

স্ক্রিন রেকর্ডার
অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসে স্ক্রিন রেকর্ডিং টুল পাওয়া যায়। এ জন্য সেটিংস মেন্যুতে সোয়াইপ করতে হবে। স্ক্রিন রেকর্ডার আইকনে ক্লিক করে ক্যাপচার করা শুরু করতে হবে। ফিচারটি অনেক অ্যাপের সীমাবদ্ধতার কারণে ঠিকঠাক কাজ নাও করতে পারে।

নিয়ারবাই শেয়ারিং
ব্লুটুথ যুগের মতো করে আর ফাইল ট্রান্সফার করতে হবে না। ইন্টারনেট সংযোগ ছাড়াই কাছাকাছি অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল, ফটো বা অ্যাপ পাঠাতে নিয়ারবাই শেয়ার ফিচার ব্যবহার করে সহজে কনটেন্ট বিনিময় করতে পারবেন।

অ্যাপ সুইচিং
নিজের ফোনে থাকা সব অ্যাপ্লিকেশনের মধ্যে সুইচ করতে প্রতিবার হোম স্ক্রিনে ফিরে যেতে হবে না। দুটি রিসেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে দ্রুত সুইচের প্রয়োজনে টগল করে রিসেন্ট অ্যাপ বাটনে ডাবল ট্যাপ করলে কাজটি হয়ে যাবে।
অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণের অভ্যন্তরীণ কোডনেম এখন বাকলাভা। এটি গুগল কর্তৃপক্ষের উদ্ভাবিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নব্য সংস্করণ। এ সংস্করণ প্রধানত গ্রাহকের অভিজ্ঞতা আর কর্মক্ষমতা মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেবে।

বাকলাভা তুরস্কের জনপ্রিয় মিষ্টি খাবারের নাম থেকে সংগৃহীত। ইতিহাস বলছে, অ্যান্ড্রয়েডের প্রায় সব সংস্করণের কোডনেম ডেজার্ট বা মিষ্টি খাবার থেকে নির্বাচন করা হয়।

দক্ষতা ও বৈশিষ্ট্য
নতুন সংস্করণে আসা বিশেষ পরিবর্তনের মধ্যে গ্রাহকের জন্য রয়েছে নতুন ধারার ডিজাইন ও ইন্টারফেস, বাড়তি নিরাপত্তা ও গোপন সুরক্ষা, সময়োপযোগী কর্মক্ষমতা ও ব্যাটারি লাইফ, নতুন ক্যামেরা ও মাল্টিমিডিয়া ফিচার, ট্যাবলেট আর ফোল্ডেবল ডিভাইসের সমর্থন, অ্যাপ ডেভেলপারদের জন্য নতুন টুলস ও এপিআই। ইতোমধ্যে বিশ্বের কয়েকটি দেশে ১৬ সংস্করণের ডেভেলপার প্রিভিউ সংস্করণ আত্মপ্রকাশ করেছে। অনেকে যা এখন পরীক্ষামূলকভাবে ব্যবহার করার সুযোগ পেয়েছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ক র ন র কর ড ব যবহ র কর স ম র ট লক স স করণ

এছাড়াও পড়ুন:

সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

ফিল্ম আইকন টম ক্রুজকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গভর্নর্স অ্যাওয়ার্ডের মঞ্চে এই পুরস্কার টম ক্রুজের হাতে তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু। 

তাছাড়া একই সম্মানসূচক পুরস্কার পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন, মিউজিক আইকন ডলি পার্টন এবং প্রোডাকশ ডিজাইনার উইন থমাস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার এ খবর প্রকাশ করেছে। 

আরো পড়ুন:

কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি

চতুর্থ সন্তানের মা হলেন কার্ডি বি

টম ক্রজ বলেন, “সিনেমা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ভিন্নবিষয়কে উপলদ্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। তাই চলচ্চিত্র তৈরি করা শুধু আমার কাজ নয়, আমি কে, এটি তারই অংশ।” 

অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়াং প্রেস বিজ্ঞপ্তি বলেন, “অ্যাকাডেমির বোর্ড অব গভর্নর্স এই মেধাবি শিল্পীদের সম্মান জানাতে পেরে গর্বিত। ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক কোরিওগ্রাফার এবং অভিনেত্রী; যার কাজ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে; বিভিন্ন ধারার সীমানা অতিক্রম করেছে। টম ক্রুজের চলচ্চিত্র, থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা এবং স্টান্ট আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।” 

চলচ্চিত্র শিল্প ও এমন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়, যার মানবিক প্রচেষ্টা মানবকল্যাণে উন্নতী এবং বৈষম্য দূরীকরণে অবদান রেখে শিল্পের মর্যাদা বৃদ্ধি করেছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ
  • ওয়াই–ফাই পাসওয়ার্ড ভুলে গেছেন? যেভাবে পুনরুদ্ধার করবেন