সুনামগঞ্জে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি, পাওয়া গেল রাজমিস্ত্রির লাশ
Published: 23rd, June 2025 GMT
প্রতীকী ছবি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে জুটের গোডাউন থেকে সরকারি বই জব্দ
রূপগঞ্জে সোহেল আরমান শফিক নামে এক ব্যবসায়ীর জুটের গোডাউন থেকে ২০২২৫ সালের সরকারি বই জব্দ করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার যাত্রামুড়া এলাকা থেকে প্রায় ১ হাজার কেজি সরকারি বই জব্দ করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল আরমান শফিক যাত্রামুড়া এলাকায় পোশাক কারখানা ও ঝুটের ব্যবসা করে আসছে। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস এমদাদুল হকের খালাতো ভাই পরিচয়ে দীর্ঘদিন ধরে ঝুটের ব্যবসার পাশাপাশি সরকারি বই কেনাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল।
মঙ্গলবার রাতে সোহেলের ঝুটের গোডাউনে ২০২৫ সালের বিভিন্ন শ্রেণির প্রায় ১ হাজার কেজি বই দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি জানায়। পরে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরকারি বইগুলো জব্দ করেন।
স্থানীয় শিক্ষার্থীরা বলেন, আমরা স্কুলে সরকারি বই চাইতে গেলে আমাদের বই দেওয়া হয় না। শিক্ষকরা সেই সরকারি বই কেজি দরে বিক্রি করে ফেলেন। আমরা এ ঘটনার সাথে যারা জড়িত তাদের শাস্তি দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে ঝুটের গোডাউনের মালিক সোহেল আরমান শফিক বলেন, আমি বই গুলো নারায়ণগঞ্জের আইটি স্কুল থেকে কিনে নিয়ে এসেছি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সরকারি বই জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনা তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।