ইরানে মার্কিন হামলার সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া। উত্তেজনা কমিয়ে ইরানকে কূটনীতির পথে ফেরার কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তবে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

সোমবার (২৩ জুন) আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।  

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, “বিশ্ব দীর্ঘদিন ধরে একমত যে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না, এবং আমরা তা প্রতিরোধে নেওয়া পদক্ষেপকে সমর্থন করি।”

আরো পড়ুন:

ইরানের পারমাণবিক স্থাপনায় ‘ভয়াবহ’ ধ্বংস হয়েছে: ট্রাম্প

‘যে আলোচনার টেবিল ইরান কখনও ছাড়েনি, সেখানে কীভাবে ফিরবে?’ 

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন,  “তথ্য খুবই পরিষ্কার—ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং এটি কেবল বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য নয়, বরং অন্য কিছু উদ্দেশ্যের ইঙ্গিত দেয়।”

আলবানিজ আরো বলেন, “যদি ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাসহ বিভিন্ন পক্ষের যুক্তিসংগত অনুরোধ মেনে চলত, তাহলে পরিস্থিতি অন্যরকম হতো।” 

এদিকে, ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দ জানিয়েছে উত্তর কোরিয়া। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, “ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন”

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালিয়েছে তা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা স্বার্থকে হিংস্রভাবে পদদলিত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ ও প্রত্যাখ্যানের আওয়াজ তোলার আহ্বান জানান তিনি।

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ