বর্ষার মৌসুমে যখন তখন বৃষ্টি নামে। মাঝেমাঝে বৃষ্টির তোড় এতটা বেশি থাকে যে সঙ্গে ছাতা থাকলেও জামাককাপড়ের সাথে চুল ভিজে যায়। বৃষ্টির পানি লাগলে চুলের গোড়া নরম হয়ে যায়। তখনই চুল ঝরতে শুরু করে। বাড়ি ফিরে ভিজে চুল তোয়ালে দিলে মুছলেও চুলের আলাদা যত্ন জরুরি। 

১. ভিজা চুলে আলগা করে তোয়ালে জড়িয়ে রাখুন। তোয়ালে চুলের পানি শুষে নেওয়ার পর মাথা ভিজিয়ে গোসল করুন। চাইলে শ্যাম্পুও করতে পারেন । তবে ভেজা চুল ভুলেও ড্রায়ার দিয়ে শুকোবেন না। ভালো করে মুছে নিলে এমনিতেই চুল শুকিয়ে যায়। 

২.

বৃষ্টিতে ভিজলে অনেকেই বাড়িতে ফিরে গরম পানি দিয়ে গোসল সারেন।  কেউ কেউ শ্যাম্পুও করেন। কিন্তু গরম পানিতে চুল ধুলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। আরও বেশি করে চুল ঝরার আশঙ্কা বাড়ে। 

৩. চুলের জন্য গ্রিন টি এবং অ্যালো ভেরা ভীষণ উপকারী। চুল ভালো রাখতে এই দুই উপাদান ব্যবহার করতে পারেন। চুলের অনেক সমস্যার সমাধান লুকিয়ে আছে এই উপকরণগুলিতে। কন্ডিশনার হিসাবেও ব্যবহার করতে পারেন এসব উপাদান। 

উৎস: Samakal

কীওয়ার্ড: চ ল র যত ন

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ

সম্পর্কিত নিবন্ধ