ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা অভিনয়শিল্পী ধানুশ ও রাশমিকা মান্দানা। ‘কুবেরা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন শেখর কামুলা। গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

‘কুবেরা’ সিনেমা মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। চলচ্চিত্র সমালোচকরাও সিনেমাটির প্রশংসা করছেন। কিন্তু এ সিনেমার জন্য কোন তারকা কত টাকা পারিশ্রমিক নিয়েছেন?

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ‘কুবেরা’ সিনেমায় দেবা চরিত্রে অভিনয় করেছেন ধানুশ। চরিত্রটি রূপায়নের জন্য ভার্সেটাইল এই অভিনেতা ৩০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি ৪০ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন। এ সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা ধানুশ।

আরো পড়ুন:

দেশি লুকে রাশমিকা, শাড়ির মূল্য কত?

কত টাকার মালিক রাশমিকা? 

‘কুবেরা’ সিনেমায় অভিনয় করেছেন প্রবীণ সুপারস্টার নাগার্জুনা আক্কিনেনি। এতে দীপক চরিত্রে অভিনয় করেছেন তিনি। এজন্য নাগার্জুনা ১৪ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের মধ্যে অন্যতম রাশমিকা মান্দানা। বলিউডেও তার চাহিদা বেড়েছে। মজার ব্যাপার হলো, রাশমিকা চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের একজন হওয়া সত্ত্বেও সিনেমাটির জন্য ৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৬৫ লাখ টাকা) নিয়েছেন। সাধারণত, ৫-১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। কেন এত টাকা কম নিয়েছেন তা অবশ্য জানা যায়নি।

‘কুবেরা’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন— নাগার্জুনা আক্কিনেনি, ধানুশ, রাশমিকা মান্দানা। সামাজিক গল্পের সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— জিম, ভাগ্যরাজ, সুনয়না, জয়প্রকাশ প্রমুখ। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৮০-১২০ কোটি রুপি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চর ত র

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ