আকাশসীমা খুলে দেওয়ায় চার দেশের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক
Published: 24th, June 2025 GMT
কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন তাদের আকাশসীমা খুলে দেওয়ায় দেশগুলোর সঙ্গে বিমান চলাচল কার্যক্রম স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত তিনটার পর ওই সব দেশ তাদের আকাশসীমা আবার খুলে দিয়েছে। বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ পরিস্থিতিতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনস অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানতে এবং ভ্রমণ কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছিল, কাতার, আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, টের পেয়ে উদ্ধার করল এলাকাবাসী
চাঁদপুরের ফরিদগঞ্জের বিয়ের কথা বলে ঢাকা থেকে নিয়ে এসে এক তরুণীকে তিন দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রেমের সম্পর্কের সূত্রে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামের বাসিন্দা মামুন পাটোয়ারী (৪৪) ৫ আগস্ট রাজধানী থেকে এক তরুণীকে নিজ বাড়িতে নিয়ে আসেন। সেখানে মামুন ও তাঁর দুই সহযোগী ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে মামুন আরও দুই দিন ওই তরুণীকে আটকে রেখে ধর্ষণ করেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ওই তরুণীকে উদ্ধার ও মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার চাঁদপুর সদর উপজেলার ইচলী এলাকা থেকে মিরাজ পাটোয়ারী (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, অন্য অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।