খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীদের জন্য সুখবর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান পারপ্লেক্সিটির ‘আস্ক পারপ্লেক্সিটি’ চ্যাটবটের মাধ্যমে এক্সে সহজেই ভিডিও তৈরি করা যাবে। সর্বোচ্চ আট সেকেন্ডের এসব ভিডিওতে চাইলে কৃত্রিম কণ্ঠের সংলাপ ও শব্দ যুক্ত করা যাবে।

পারপ্লেক্সিটির তথ্যমতে, ব্যবহারকারীরা এক্সে @AskPerplexity অ্যাকাউন্ট ট্যাগ করে একটি সংক্ষিপ্ত প্রম্পট লিখলেই আস্ক পারপ্লেক্সিটি চ্যাটবট ভিডিও তৈরি করে দেবে। চ্যাটবটটির মাধ্যমে সহজেই পছন্দের সংলাপ, শব্দসহ ভিডিও তৈরি করা যাবে।

এক্সে এআই চ্যাটবটের মাধ্যমে ভিডিও তৈরির সুযোগ চালু হওয়ায় বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তাঁদের মতে, দুর্বল কনটেন্ট (আধেয়) নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এক্স আগে থেকেই সমালোচিত। এই পরিপ্রেক্ষিতে কৃত্রিম ভিডিও তৈরির সুবিধাটি কাজে লাগিয়ে এক্সে ভুয়া বা বিকৃত তথ্যের বিস্তার ঘটতে পারে। তবে পারপ্লেক্সিটি জানিয়েছে, সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে উন্নত মানের ফিল্টার যুক্ত করা হয়েছে, যা ভিডিও তৈরির সময় অগ্রহণযোগ্য বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করে বাদ দিতে পারে।

নতুন এ সুবিধা চালুর পরপরই এক্স ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই রাজনীতি, বিশ্বনেতা বা তারকাদের কেন্দ্র করে মজার মজার ভিডিও তৈরি করছেন। আস্ক পারপ্লেক্সিটি চ্যাটবটের চাহিদা এতটাই বেড়ে গেছে যে ভিডিও তৈরিতেও মাঝেমধ্যে বিলম্ব হচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য টবট যবহ র ব যবহ

এছাড়াও পড়ুন:

৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও পাকিস্তানের বিপক্ষে জয়খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ। কাল রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সালমান আগাদের ডিএল মেথডে ৫ উইকেটে হারিয়েছে শাই হোপের দল। ২০১৯ সালের পর এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয়রা। এর আগে দুই দলের টি-টোয়েন্টি সিরিজেও ৮ বছরের জয়খরা কাটিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি ছিল বৃষ্টিবিঘ্নিত। প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। বৃষ্টি-বিলম্বের কারণে ওয়েস্ট ইন্ডিজের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১। রোস্টন চেজ ও শারফেন রাদারফোর্ডের সৌজন্যে ১০ বল আগেই জয় নিশ্চিত করে স্বাগতিকেরা।

রান তাড়ায় নামা ওয়েস্ট ইন্ডিজ ১২ রানের মধ্যেই হারিয়ে ফেলেছিল দুই ওপেনার ব্রান্ডন কিং ও এভিন লুইসকে। দুজনকেই উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান হাসান আলী। তিনে নামা কিসি কার্টিও বেশিক্ষণ টিকতে পারেননি, আবরার আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন দলীয় ৪৮ রানে।
এরপর রাদারফোর্ডকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে তোলেন অধিনায়ক হোপ। মোহাম্মদ নওয়াজের বলে হোপ স্টাম্পড হন তিনি ((৩৫ বলে ৩২)। নওয়াজ পরের ওভারে ফেরান রাদারফোর্ডকেও (৩৩ বলে ৪৫)। ১০৭ রানে পঞ্চম উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে বাকি পথে আর বিপদে পড়তে দেননি চেজ ও গ্রিভস। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৭২ বলে ৭৭ রান যোগ করে ম্যাচের সমাপ্তি টানেন তাঁরা। চেজ ৪৭ বলে ৪৯ এবং গ্রিভস ৩১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের হয়ে কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ৩০ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন হাসান নওয়াজ। হুসাইন তালাত করেন ৩১ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস ২৩ রানে নেন ৩ উইকেট। দিন শেষে ম্যাচসেরা অবশ্য চেজই, যিনি ৪৯ রানের অপরাজিত ইনিংসের আগে একটি উইকেটও নিয়েছেন।
২০১৯ বিশ্বকাপে নটিংহামে ৭ উইকেটে জয়ের পর গতকালের আগপর্যন্ত ৪ বার ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, জিততে পারেনি কোনেটিতেই। এই সিরিজের প্রথম ম্যাচেও পাকিস্তান জিতেছিল ৫ উইকেট। তিন ম্যাচ সিরিজে এই মুহূর্তে ১-১ সমতা চলছে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৩৫ ওভারে ১৭১/৭ (নওয়াজ ৩৬*, তালাত ৩১, শফিক ২৬; সিলস ৩/২৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩৩.২ ওভারে ১৮৪/৫ (চেজ ৪৯*, রাদারফোর্ড ৪৫, হোপ ৩২; নওয়াজ ২/১৭)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী (ডিএল মেথড)।
ম্যান অব দ্য ম্যাচ: রোস্টন চেজ।

সম্পর্কিত নিবন্ধ