খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীদের জন্য সুখবর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান পারপ্লেক্সিটির ‘আস্ক পারপ্লেক্সিটি’ চ্যাটবটের মাধ্যমে এক্সে সহজেই ভিডিও তৈরি করা যাবে। সর্বোচ্চ আট সেকেন্ডের এসব ভিডিওতে চাইলে কৃত্রিম কণ্ঠের সংলাপ ও শব্দ যুক্ত করা যাবে।

পারপ্লেক্সিটির তথ্যমতে, ব্যবহারকারীরা এক্সে @AskPerplexity অ্যাকাউন্ট ট্যাগ করে একটি সংক্ষিপ্ত প্রম্পট লিখলেই আস্ক পারপ্লেক্সিটি চ্যাটবট ভিডিও তৈরি করে দেবে। চ্যাটবটটির মাধ্যমে সহজেই পছন্দের সংলাপ, শব্দসহ ভিডিও তৈরি করা যাবে।

এক্সে এআই চ্যাটবটের মাধ্যমে ভিডিও তৈরির সুযোগ চালু হওয়ায় বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তাঁদের মতে, দুর্বল কনটেন্ট (আধেয়) নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এক্স আগে থেকেই সমালোচিত। এই পরিপ্রেক্ষিতে কৃত্রিম ভিডিও তৈরির সুবিধাটি কাজে লাগিয়ে এক্সে ভুয়া বা বিকৃত তথ্যের বিস্তার ঘটতে পারে। তবে পারপ্লেক্সিটি জানিয়েছে, সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে উন্নত মানের ফিল্টার যুক্ত করা হয়েছে, যা ভিডিও তৈরির সময় অগ্রহণযোগ্য বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করে বাদ দিতে পারে।

নতুন এ সুবিধা চালুর পরপরই এক্স ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই রাজনীতি, বিশ্বনেতা বা তারকাদের কেন্দ্র করে মজার মজার ভিডিও তৈরি করছেন। আস্ক পারপ্লেক্সিটি চ্যাটবটের চাহিদা এতটাই বেড়ে গেছে যে ভিডিও তৈরিতেও মাঝেমধ্যে বিলম্ব হচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য টবট যবহ র ব যবহ

এছাড়াও পড়ুন:

ফরিদগঞ্জ যুবলীগের সাবেক আহ্বায়ক শাহীন গ্রেপ্তার 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ঢাকা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন:

যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক গ্রেপ্তার

যৌনপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আল‌ম বলেন, গ্রেপ্তারের খবর পেয়ে আবু সুফিয়ান শাহীনকে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসা হয়। শুক্রবার (৩ অক্টোবর) সকালে একটি মামলায় তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

ঢাকা/জয়/বকুল

সম্পর্কিত নিবন্ধ