হায়দরাবাদে কয়েকটি বাড়ি থাকলেও সেখানকার অভিজাত এলাকা জুবিলি হিলসে ৩০ কোটি রুপি মূল্যের বাংলো বাড়িতে পুরো পরিবার নিয়ে থাকেন চিরঞ্জীবী। সাদা রঙের বাড়িটি শুধু দৃষ্টিনন্দনই নয়, তাঁর ব্যক্তিত্বের সঙ্গে মিল রেখে দারুণভাবে সাজানো।

আধুনিকতার সঙ্গে সবুজের ছোঁয়া
বাড়িটি বাইরে থেকে খুব আধুনিক ও দৃষ্টিনন্দন। তবে এটিকে শুধু সাধারণ কংক্রিটের দালান ভাবলে ভুল হবে, চিরঞ্জীবী বাড়ির চারপাশে প্রচুর গাছপালা রেখেছেন। বাড়ির সামনে খোলা বারান্দা, দুই পাশে সারি সারি গাছ, আবার কিছু জায়গায় কাঠের কাজ করা হয়েছে, যা বাড়িটিতে প্রকৃতির ছোঁয়া এনে দেয়।
পুরোনো দিনের আবহ
বাড়ির ভেতরে ঢুকলেই চোখে পড়ে সুন্দরভাবে সাজানো ক্রিম রঙের দেয়াল, যা পুরো ঘরে একধরনের শান্ত পরিবেশ তৈরি করে। বসার ঘর বেশ বড়, আলাদা আলাদা ভাগ করা। তাই হালকা রঙের দেয়ালে ঘরটিকে আরও বড় আর খোলামেলা মনে হয়। এই বাড়ির অন্যতম বিশেষত্ব হলো পুরোনো দিনের শিল্পকর্ম—বড় বড় পুরোনো কাপড়, ছবি আঁকার ক্যানভাস আর দেব-দেবীর মূর্তি দিয়ে সাজানো।

বাড়ির সামনে নির্মাতা প্রশান্ত নীলের সঙ্গে চিরঞ্জীবী-রামচরণ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান

প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ