বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সড়কে শ্রমিকদের বিক্ষোভ
Published: 25th, June 2025 GMT
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বুধবার (২৫ জুন) সকাল ১১টার দিকে টোটাল ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে মহাসড়কের মোগরাপাড়া থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালকদের।
কাঁচপুর হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বস্ত করলে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
দাবি মেনে নেওয়ায় কাজে ফিরলেন পানামা বন্দরের শ্রমিকরা
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, আমরা ২-৩ মাসের বেতন পাব। আমরা জানতে পেরেছি, তারা হুট করে প্রতিষ্ঠান বন্ধ করে দেবে। এ কারণে বকেয়া বেতনের দাবিতে আমরা সড়কে নামতে বাধ্য হয়েছি।
টোটাল ফ্যাশনের এডমিন ম্যানেজার মো.
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, “মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি তুলে ধরা হয়েছে। শ্রমিকদের আশ্বস্ত করলে তারা মহাসড়ক থেকে সরে যান। যান চলাচল স্বাভাবিক হয়। কারখানার মালিক পক্ষ প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে এর দায় মালিক পক্ষকেই নিতে হবে।”
ঢাকা/অনিক/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এক হাজার টাকায় না’গঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের ব্যানারে আগুন, আটক ১
মাত্র ১ হাজার টাকার বিনিময়ে রাতে আঁধারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যানার-ফেস্টুনে অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনায় মো.রিয়াজ (৩২) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন ফুটওভার ব্রিজে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটান। আটককৃত দুষ্কৃতিকারী সোনারগাঁ উপজেলার কাঁচপুরের বেহাকৈর এলাকার জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত ফুটওভার ব্রিজের উপর টানানো জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বেশ কয়েকটি ব্যানারে অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। এসময় আগুন পুরো ফুটওভার ব্রিজে ছড়িয়ে পড়লে বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসে।
পরে তারা সেখানে এগিয়ে গেলে দুষ্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যায় তবে রিয়াজ হোসেন নামে এক যুবক জনতার হাতে ধরা পড়ে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে অভিযুক্ত যুবক রিয়াজকে আটক করে।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রিয়াজ স্বীকার করেন অপরিচিত এক ব্যক্তির কাছ থেকে পাওয়া এক হাজার টাকার বিনিময়ে বিএনপি নেতা মামুন মাহমুদের ব্যানারগুলোতে আগুন ধরায়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘ফুট ওভার ব্রিজের উপর আমার কয়েকটি ব্যানারে আগুন দেয়ার সময় স্থানীয় একজন পথচারী দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে আমাকে ফোন করে বিষয়টি জানান। আগুন দেওয়ার সময় স্থানীয়রা একজনে ধরতে সক্ষম হয়েছে।
তবে কে বা কারা এই নাশকতা করেছে আমি এখন পর্যন্ত নিশ্চিত নই। এর আগেও কাঁচপুর ব্রিজের নিচে টানানো আমার আরেকটি বিলবোর্ড খুলে ফেলা হয়েছিল। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেফতারের দাবি করছি’।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘আটক ব্যক্তি আগুন দেয়ার বিষয়টি স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন অপরিচিত এক ব্যক্তির কাছ থেকে পাওয়া এক হাজার টাকার বিনিময়ে তিনি ফুটওভার ব্রিজের উপর টানানো ব্যানারগুলোতে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়েছেন।
আটক ব্যক্তি আরও বলেছেন তার সঙ্গে থাকা আরেকজন ব্যক্তি ব্যানারে কেরোসিন তেল ঢেলে দেন এবং তিনি আগুন ধরান। তবে তার সঙ্গে থাকা ওই ব্যক্তির নাম পরিচয় তিনি জানেন না বলে আমাদের জানিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আরও বলেন, আগুন দেয়ার ঘটনায় আর কারা জড়িত ছিলের তাদের সম্পর্কে বিস্তারিত জানতে আটক ব্যক্তি রিয়াজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।