ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বুধবার (২৫ জুন) সকাল ১১টার দিকে টোটাল ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে মহাসড়কের মোগরাপাড়া থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালকদের। 

কাঁচপুর হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বস্ত করলে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন:

নারায়ণগঞ্জে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ 

দাবি মেনে নেওয়ায় কাজে ফিরলেন পানামা বন্দরের শ্রমিকরা

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, আমরা ২-৩ মাসের বেতন পাব। আমরা জানতে পেরেছি, তারা হুট করে প্রতিষ্ঠান বন্ধ করে দেবে। এ কারণে বকেয়া বেতনের দাবিতে আমরা সড়কে নামতে বাধ্য হয়েছি। 

টোটাল ফ্যাশনের এডমিন ম্যানেজার মো.

কবির হোসেন বলেন, “আমাদের কারখানার অবস্থা তেমন ভালো না। আমরা ফ্যাক্টরি চালিয়ে নিচ্ছি। ফ্যাক্টরি বন্ধের খবর সঠিক নয়। আগামী ১০ জুলায়ের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। রাজি হয়ে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছেন।” 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, “মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি তুলে ধরা হয়েছে। শ্রমিকদের আশ্বস্ত করলে তারা মহাসড়ক থেকে সরে যান। যান চলাচল স্বাভাবিক হয়। কারখানার মালিক পক্ষ প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে এর দায় মালিক পক্ষকেই নিতে হবে।”

ঢাকা/অনিক/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা

শব্দ দূষণ বন্ধে নারায়ণগঞ্জে সড়ক পথে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে নারায়নগঞ্জ সদর উপজেলায় ৫টি শব্দ দূষণকারী যানবাহন থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় সহ তাদের ৫টি হর্ন জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানা এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সেগুফতা মেহনাজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নারায়ণগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সমন্বয়ে গঠিত একটি টিম অংশ নেয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক  জনাব মো: হুজ্জাতুল ইসলাম প্রসকিউসন  প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক এই জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ, এইচ, এম রাসেদ, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়, স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই ধরনের পদক্ষেপ শহরকে আরও শান্ত ও পরিবেশবান্ধব রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে টাইফয়েড টিাকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
  • ফতুল্লায় গৃহবধূর লাশ উদ্ধার,  স্বামী পলাতক
  • আজমেরী ওসমানের ক্যাডার শীর্ষ সন্ত্রাসী আপেল গ্রেপ্তার
  • কুতুবপুর ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শনে এসপি জসিম উদ্দ
  • সোনারগাঁয়ে বেতন বৃদ্ধির দাবিতে মদিনা মেরিটাইমের শ্রমিকদের বিক্ষোভ
  • ফতুল্লায় বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ৬৫ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জামসহ ৯ ডাকাত গ্রেপ্তার
  • ফতুল্লায় শহীদ তিতুমীর একাডেমীর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • মিশনপাড়া পঞ্চায়েত পরিষদ কার্যালয়ের শুভ উদ্বোধন 
  • নাসিক প্রশাসককে আমরা নাঃগঞ্জবাসী’র স্মারকলিপি পেশ
  • শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা